ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি আরব ও আরব আমিরাতের কাছে লেজার অস্র বিক্রি করতে চায় ইসরাইল।
ইতি মধ্যে বাইডেন প্রশাসনের কাছে অনুমতির জন্য দৌড় ঝাঁপ শুরু করেছে তারা।
উদ্দেশ্য হতে পারে শক্তির লোভ দেখিয়ে আরো অস্রে বিনিয়োগে আকৃষ্ট করা। এসুযোগে আরবের সাথে ঘনিষ্টতা সৃষ্টি করা। কিছু দেশ ইহুদিদের সাথে এ বন্ধুত্ব মেনে নানিয়ে বিভাজন সৃষ্টি। আরবকে দু ভাগে বিভক্ত করে সৌদিতে প্রবেশ করে তাদের তৈরী অস্র বা কোনো গোপন যন্ত্র বসিয়ে তথ্য হাতিয়ে নেয়া। দাজ্জালীয় শক্তি বৃদ্ধি করা। কারণ ইহুদিদের অতীত ইতিহাস ও বর্তমান কর্মকান্ড তো আরো ভয়ংকর।