পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের সহকারী শিক্ষক মো. উজ্জল মিয়াকে মিথ্যা অভিযোগের মনগড়া তদন্তের মাধ্যমে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে। ন্যায় বিচারের দাবিতে মো. উজ্জল মিয়া আদালতে মামলা দায়ের করেছেন এবং বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। চাকরি হারিয়ে তিনি বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।জানা গেছে, বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের সিনিয়র সহকারী শিক্ষিকা সোনালী আক্তারের সাথে আপত্তিকর ও অশালীন আচরণের অভিযোগে গত বছরের ১৫ ফেব্রুয়ারি ২০২৪ সালে সহকারী শিক্ষক মো. উজ্জল মিয়ার কাছে লিখিত ব্যাখ্যা চায় অত্র স্কুলের তৎকালীন অধ্যক্ষ ডা. জান্নাতুল নাঈম। পরে ২৭ ফেব্রুয়ারি চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করে এবং ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে স্কুল কর্তপক্ষ। ২৮ জুলাই সহকারী শিক্ষক মো. উজ্জল মিয়াকে চূড়ান্তভাবে চাকুরিচ্যুত করা হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পরদিন ২৯ জুলাই বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের তৎকালীন অধ্যক্ষের কাছে লিগ্যাল নোটিশ পাঠায় মো. উজ্জল মিয়া।লিখিত ব্যাখ্যায় মো. উজ্জল মিয়া জানান, স্কুলে নিয়োগ পাওয়ার পর থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কারো সাথে মন্দ আচরণ করি নাই। কি কারণে আমাকে অভিযুক্ত করা হয়েছে তা জানা নাই। সততার সাথে শিক্ষকতা করেছি। বিদ্যালয়ের বেতন বৃদ্ধি নিয়ে প্রিন্সিপাল ও সিনিয়র ম্যাডামদের সাথে তর্কবিতর্ক হয়। তারপরই স্কুল থেকে আমাকে সরিয়ে দিতে ষড়যন্ত্র মূলক কর্মকাণ্ড শুরু করে। এছাড়াও তিনি অভিযোগ করেন, শোকজের জবাব মাত্র ৩ দিনের মধ্যে দিতে বলা হয় এবং অস্থায়ী বরখাস্তকালিন সময় বেতনের অর্ধেক পাওয়ার বিধিমালা থাকলেও তাকে এক-তৃতীয়াংশ বেতন দেয়া হয়। এছাড়া ৮ জনের বক্তব্য তদন্ত কমিটি নিলেও রিপোর্টে ৬ জনের বক্তব্য উল্লেখ করা হয়। তদন্ত সম্পূর্ণ পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। সুষ্ঠু তদন্ত না করে তাকে চাকরিচ্যুত করা হয়েছে দাবি করেন। ভুক্তভোগী শিক্ষক মো. উজ্জল মিয়া সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার এবং চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন।জানা যায়, তদন্ত রিপোর্টে ৬ষ্ঠ সাক্ষী ডেলফি বেগম, তিনি অত্র স্কুলের সাবেক শিক্ষার্থীর অভিভাবক। তদন্ত কমিটিকে তিনি মৌখিক বক্তব্য দিলেও লিখিত কোনো বক্তব্য দেয়নি। তদন্ত কমিটির কাছে যেসব তথ্য তিনি প্রদান করেছেন, তার সম্পূর্ণ বিপরীত কথা তদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ডেলফি বেগম জানান, উজ্জল স্যারকে কোনো বেয়াদবি করতে দেখিনি।সহকারী শিক্ষিকা সোনালী আক্তার বলেন, আমি ভুক্তভোগী। যথেষ্ট প্রমাণ আছে আমার কাছে। এ বিষয় স্কুল কর্তৃপক্ষ, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলের শিক্ষকরা সবাই জানে। এখন আদালত যা বলবে।এ বিষয় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, সহকারী শিক্ষক মো. উজ্জল মিয়াকে অন্যায় ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে। সে দোষী ছিল না। তদন্ত কমিটির কাছে মৌখিক ও লিখিত বক্তব্য দিলেও তদন্ত রিপোর্টে আমার নামও রাখা হয়নি।বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের বর্তমান অধ্যক্ষ নাহিদা আক্তার বলেন, আমি নতুন যোগদান করায় বিষয়টি নিয়ে তেমন কিছু জানি না। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান জানান, মামলাটি আদালতে চলমান। আদালতের রায়ের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাবির নির্মাণাধীন হল ধসের তদন্ত শুরু হয়নি আজও
রাবির নির্মাণাধীন হল ধসের তদন্ত শুরু হয়নি আজও

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহিদ এ এইচ এম কামারুজ্জামান আবাসিক হলের একটি অংশ ধসে পড়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাছে Read more

চট্টগ্রামে নিহত আইনজীবীর পরিচয় সম্পর্কে যা জানা যাচ্ছে
চট্টগ্রামে নিহত আইনজীবীর পরিচয় সম্পর্কে যা জানা যাচ্ছে

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় এখন পর্যন্ত সাত জনকে গ্রেফতার করা হয়েছে। গত ছয় বছর ধরে চট্টগ্রামের আদালতে ওকালতি Read more

‘মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিজেকে কেন নাক গলাতে হবে?’
‘মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিজেকে কেন নাক গলাতে হবে?’

প্রতিমন্ত্রী বলেন, এই মন্ত্রণালয় তথ্য নিয়ে কৌশলগত ও প্রশাসনিক দুই ধরনের বিষয়ই আছে। প্রশাসনিক বিষয়গুলো নিয়ে যদি সারাক্ষণ ব্যস্ত থাকি Read more

খাল দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: মেয়র আতিক
খাল দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যারা শহরকে ভালোবাসে না, যারা শহরের মানুষকে ভালোবাসে না, তারাই Read more

প্রাণ রক্ষায় ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নেন: আইএসপিআর
প্রাণ রক্ষায় ৬২৬ জন সেনানিবাসে আশ্রয় নেন: আইএসপিআর

সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন