“আমাকে প্রথম বলছে যে মামলায় দিবে না। পরে মামলায় দিছে। জিজ্ঞাস করার পর বলছে নাম কাইটা দিবে। সেজন্য টাকা দেওয়া লাগছে। প্রথম ২০ লাখ টাকা দিতে বলছে, ২০ লাখ টাকা দেয়ার পরে আরও সাত লাখ টাকা দিতে বলছে। পরে আরও সাত লাখ টাকা দেওয়া হইছে। টোটাল ২৭ লাখ টাকা,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি হত্যা মামলার এক আসামি।
Source: বিবিসি বাংলা