সেটা ছিল ৪০ বছর আগের এক শীতের রাত, ১৯৮৪ সালের তেসরা ডিসেম্বরের দিবাগত রাত। মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড কারখানায় বিষাক্ত গ্যাস লিক হয়েছিল সেই রাতে। পরের ২৪ ঘণ্টায় ওই শহরের তিন হাজারেরও বেশি মানুষ মারা যান বিষ বাষ্পে শ্বাস নিয়ে।
Source: বিবিসি বাংলা