By: Daily Janakantha
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
শিক্ষা সাগর
28 Jun 2022
28 Jun 2022
Daily Janakantha
প্রাক্তন শিক্ষক
ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা
১। বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল এর ঠিকানা কোনটি?
ক)www.bangladesh.gov.com
খ) www.bangladesh.gov.bd
গ) www.bangladesh.gov.info
ঘ) www.bangladesh.bd.gov
উত্তর : খ) www.bangladesh.gov.bd
২। কোনটির মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বেশির ভাগ সময় যোগাযোগ করা হয়েছিল?
ক) কম্পিউটার খ) ল্যান্ডফোন
গ) রেডিও ঘ) টেলিভিশন
উত্তর : গ) রেডিও
৩। এক স্থান হতে অন্য স্থানে টাকা পাঠানো যায় নিচের কোনটির সাহায্যে?
ক) টেলিভিশন খ) রোবট
গ) ফ্যাক্স ঘ) মোবাইল
উত্তর : ঘ) মোবাইল
৪। সত্তর দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম কোন স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে?
ক) গরপৎড়ংড়ভঃ ঊীপবষ খ) কংঢ়ৎবধফ
গ) ঠরংরপধষব ঘ) ঙঢ়বহ ড়ভভরপব পধষব
উত্তর : গ) ঠরংরপধষব
৫। কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?
ক) কম্পিউটার খ) ইন্টারনেট
গ) মোবাইল ঘ) অপটিক্যাল ফাইবার
উত্তর : খ) ইন্টারনেট
৬। একজন হ্যাকার ২০০০ সালে হ্যাক করে-
ক) ইয়াহু, গুগল, ডেল
খ) আমাজান, ই-বে ডেল
গ) সিএনএন, এইচপি, ই-বে
ঘ) সিএনএন, গুগল, ডেল
উত্তর : খ) আমাজান, ই-বে ডেল
৭। নাগরিক সেবাসমূহ সরাসরি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেয়া যায়-
র) মোবাইল ফোনের মাধ্যমে
রর) ইন্টারনেটের মাধ্যমে
ররর) রেডিওর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৮। নিচের কোনটি ব্যবহার করে যে কোন সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেয়া যায়?
ক) ইন্টারেকটিভ ভয়েস প্রযুক্তি খ) এসএমএস
গ) ইন্টারনেট ঘ) আউটসোর্সিং
উত্তর : ক) ইন্টারেকটিভ ভয়েস প্রযুক্তি
৯। নিচের কোনটি ক্ষতিকারক সফটওয়্যার?
ক) মাইক্রোসফট ওয়ার্ড
খ) ট্রোজান হর্স
গ) মজিলা ফায়ার ফক্স
ঘ) এডোভি ফটোশপ
উত্তর : খ) টোজান হর্স
১০। কিসের মাধ্যমে জরুরী লিখিত তথ্য ও ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করা যায়?
ক) মোবাইল ফোন খ) ফ্যাক্স
গ) ই-মেইল ঘ) ইন্টারনেট
উত্তর : খ) ফ্যাক্স
১১। বর্তমানে পাবলিক পরীক্ষার ফলাফল সরাসরি কোন মাধ্যমে পাওয়া যায়?
ক) নফলড়নং খ) ওহঃবৎহবঃ
গ) ৎড়প.মড়া.নফ ঘ) ডঈঞই
উত্তর : খ) ওহঃবৎহবঃ
১২। ঊচঙঝ ব্যবস্থায় নিচের কোনটি করা যায়?
ক) বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণকরা যায়
খ) দ্রব্যের মূল্য নির্ধারণ করা যায়
গ) ক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়
ঘ) দ্রব্য ক্রয় করা যায়
উত্তর : ক) বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণকরা যায়
১৩। কোন টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেয়া হয়?
ক) বাস খ) স্টার
গ) রিং ঘ) মেশ
উত্তর : ক) বাস
১৪। বর্তমান তথ্য প্রযুক্তিতে চাকুরী কিংবা অন্য কোথাও আবেদন করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
ক) কম্পিউটার খ) স্যাটেলাইট
গ) ইন্টারনেট ঘ) ল্যাপটপ
উত্তর : গ) ইন্টারনেট
১৫। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধিকে কী বলে?
ক) সংযুক্তি
খ) দক্ষতাই উৎপাদনশীলতা
গ) উৎপাদনশীলতা
ঘ) সংযুক্তিই উৎপাদনশীলতা
উত্তর : ঘ) সংযুক্তিই উৎপাদনশীলতা
১৬। নতুন কর্ম সৃষ্টিতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক) ইন্টারনেট খ) রেডিও
গ) মোবাইল ঘ) টিভি
উত্তর : ক) ইন্টারনেট
১৭। যঃঃঢ় এর পূর্ণরূপ কী?
ক) Hyper text transfer protocol
খ) Hyper text Transmission program
গ) Hyper text Terminate program
ঘ) Hyper text Terminate Protocol
উত্তর : ক) Hyper text transfer protocol
১৮। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মসের ওয়েবসাইট কোনটি?
ক) www.roc.gov.bd
খ) www.reg.gov.bd
গ) www.Roc.gov.bd
ঘ) www.Reg.gov.bd
উত্তর : ক) www.roc.gov.bd
১৯। পজিট্রন এমিশন টমোগ্রাফি যন্ত্র কোন ধরনের ছবি তোলে?
ক) HD ধরনের খ) DD ধরনের
গ) 2D ধরনের ঘ) 3D ধরনের
উত্তর : ঘ) ৩উ ধরনের
২০। এক দেশের কাজ অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পন্ন করাকে কী বলে?
ক) ফ্রিল্যান্সার খ) আউটসোর্সিং
গ) ব্রডকাস্ট ঘ) মোবাইল ব্যাংকিং
উত্তর : খ) আউটসোর্সিং
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ