By: Daily Janakantha
নানা আয়োজনে নজরুল জয়ন্তী উদ্যাপন
সংস্কৃতি অঙ্গন
25 Jun 2022
25 Jun 2022
Daily Janakantha
নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর ॥ নানা আয়োজনে ১২৩তম নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন করে শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদ। রবীন্দ্র কাছারি বাড়ি মিলনাতনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দুই দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সসদ্য মেরিনা জাহান কবিতা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ ও ইউসুফ আহম্মেদ খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ প্রমুখ। আলোচনায় বক্তরা বলেন, কাজী নজরুল ইসলাম বিশ শতকের নিপীড়িত মানুষের সোচ্চার কণ্ঠস্বর, সাম্যও মানবতাবাদের কণ্ঠস্বর। অনুষ্ঠানের প্রথম ও সমাপনী দিনের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের আহ্বায়ক মেজবাহ্ রানা। আলোচনার পর গান ছাড়াও আবৃত্তিও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীতে আমন্ত্রিত অতিথি শিল্পী ছাড়া স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ