By: Daily Janakantha
নকশীকাঁথার গানে পদ্মা সেতু
সংস্কৃতি অঙ্গন
25 Jun 2022
25 Jun 2022
Daily Janakantha
সংস্কৃতি প্রতিবেদক ॥ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে আজ শনিবার। গৌরবের এ সেতুর দ্বার উন্মোচনকে ঘিরে চলছে নানান আয়োজন। তৈরি হচ্ছে নতুন নতুন গানও। এবার এই সেতু নিয়ে গান করেছে ব্যান্ড নকশীকাঁথা। তাদের ফেসবুক পেজে গানটির ভিডিও উন্মুক্ত করা হয়েছে। এর কথা ও সুর করেছেন ব্যান্ডের গায়ক সাজেদ ফাতেমী। সঙ্গীতায়োজনে ব্যান্ডের অন্যতম সদস্য রোমেল হাসান।
গানটি নিয়ে নকশীকাঁথা বলছে, জননেত্রী শেখ হাসিনা তথা দেশের এক অনন্য অর্জন পদ্মা সেতু। দেশের ইতিহাসে নতুন এ মাইলফলকের সাক্ষী হতে চেয়েছে নকশীকাঁথা। তাই পদ্মা সেতু নিয়ে তৈরি করেছে বিশেষ গান। তারা আরও জানায়, এই গানে জনতার চাওয়ার প্রতিফলন আছে। আছে সম্ভাবনার কথা। জননেত্রীকে নিয়ে পরিমিত স্তুতিও আছে। আশা করি আপনাদের ভাল লাগবে। গানটি তৈরিতে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিককেও ধন্যবাদ জানিয়েছে এই ব্যান্ড।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ