বর্তমানে খবরের শিরোনামে রয়েছে সৌন্দালা গ্রাম এবং তার নেপথ্যে কারণটাও কিন্তু উল্লেখযোগ্য। এই গ্রামে যারা মা-বোনকে নিয়ে গালিগালাজ করেন, তাদের জরিমানা করা হয়। এর জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে আনুষ্ঠানিকভাবে একটা প্রস্তাবও পাশ করা হয়েছে।
সৌন্দালা গ্রাম মহারাষ্ট্রের অহল্যানগর (আহমেদনগর) জেলার নেভাসা তালুকের অন্তর্গত। এই গ্রামের জনসংখ্যা প্রায় ১৮০০ জন।
Source: বিবিসি বাংলা