By: Daily Janakantha
পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে ॥ মার্কিন দূতাবাস
দেশের খবর
24 Jun 2022
24 Jun 2022
Daily Janakantha
অনলাইন ডেস্ক ॥ ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে বলে মনে করে ।
আজ শুক্রবার (২৪ জুন) মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দক্ষতার সঙ্গে জনগণ ও পণ্য পরিবহনের সংযোগ ঘটাতে পরিবহনব্যবস্থার টেকসই অবকাঠামো নির্মাণ সার্বিক অর্থনৈতিক উন্নয়নের অতিজরুরি বিষয়। পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি বাণিজ্যিক অগ্রগতিসহ মানুষের জীবনমানের গুণগত উন্নয়ন ঘটাবে।
এছাড়া এটি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নেতৃত্বে আঞ্চলিক যোগাযোগ স্থাপনে আরেকটি নজির হিসেবে বিবেচিত হবে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ