By: Daily Janakantha
বন্যার্তদের পাশে ভাবনা
সংস্কৃতি অঙ্গন
23 Jun 2022
23 Jun 2022
Daily Janakantha
সংস্কৃতি ডেস্ক ॥ নিজের আঁকা শিল্পকর্ম বিক্রির টাকা বন্যাদুর্গত মানুষের জন্য ব্যয় করার ঘোষণা দিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
বৃহস্পতিবার (২৩ জুন) ফেসবুকে নিজের আঁকা কিছু শিল্পকর্ম ছবি পোস্ট করে ‘ভয়ঙ্কর সুন্দর’ খ্যাত এই অভিনেত্রী বিষয়টি জানান। ভাবনা ছবির ক্যাপশনে লেখেন, আপনারা সবাই জানেন শিল্প আমার পেশা এবং আমার ভালবাসার জায়গা। আমি আমার প্রথম প্রদর্শনীর জন্য একটি সিরিজ তৈরি করার জন্য দিনরাত পরিশ্রম করেছি, কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে সিলেটের অবস্থা দেখে আমি আমার শিল্পকর্ম বিক্রি করার পরিকল্পনা/ ইচ্ছুক। এর থেকে আমি যা কিছু পাব তা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত লোকদের দেয়া হবে। এই তারকা আরও জানান, এরইমধ্যে ব্যক্তিগতভাবে তিনি যতটা সম্ভব বানভাসিদের সাহায্য করার চেষ্টা করছেন। কিন্তু আরও বড় আকারে সহযোগিতা করতে নিজের শিল্পকর্ম বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোরও অনুরোধ করেন ভাবনা। তার আঁকা কোন শিল্পকর্ম পছন্দ হলে ফেসবুকে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ