By: Daily Janakantha
প্রাচীন মসজিদের পুরাকীর্তি
বিদেশের খবর
23 Jun 2022
23 Jun 2022
Daily Janakantha
ইসরাইলের নেগেভ অঞ্চলে একটি প্রাচীন মসজিদের পুরাকীর্তির সন্ধান পাওয়া গেছে। নেগেভের ওই এলাকাটি কিছুটা মরু অঞ্চলের মতো। মসজিদটি এক হাজার দুইশ’ বছরেরও বেশি পুরনো বলে প্রতœতাত্ত্বিকেরা ধারণা করছেন। বুধবার ইসরাইলী প্রত্নতাত্ত্বিকেরা দেশটির দক্ষিণে প্রাচীন বিরল মসজিদটি উন্মুক্ত করেন। পুরাকীর্তি কর্মকর্তারা বলছেন, অঞ্চলটি কীভাবে খ্রিস্টঅধ্যুষিত অঞ্চল থেকে ইসলামের দিকে ধাবিত হয়েছে, মসজিদটি সেটিকেই সামনে এনেছে। -এএফপি
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ