By: Daily Janakantha
নির্জন কারাগারে সুচি
বিদেশের খবর
23 Jun 2022
23 Jun 2022
Daily Janakantha
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী আউং সান সুচিকে সেনাবাহিনীর নির্মিত একটি নির্জন কারাগারে পাঠানো হয়েছে। এতদিন তিনি গৃহবন্দী ছিলেন। বৃহস্পতিবার মিয়ানমারের জান্তা সরকারের একজন মুখপাত্র এমনটি জানিয়েছেন। মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন একটি বিবৃতিতে বলেন, বুধবার থেকে নাইপিডোর নির্জন কারাগারে আছেন সুচি। আইন অনুযায়ী তাকে সেখানে রাখা হয়েছে। গত বছর মিয়ানমারে সেনা অভ্যুত্থানে পর ক্ষমতা হারান সুচি। এরপর থেকে নাইপিডোতে একটি বাড়িতে গৃহবন্দী ছিলেন তিনি। -এনডিটিভি
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ