By: Daily Janakantha
দুই সিনেমায় নাম ভূমিকায় সুমনা সোমা
সংস্কৃতি অঙ্গন
23 Jun 2022
23 Jun 2022
Daily Janakantha
সংস্কৃতি প্রতিবেদক ॥ নাটকের এবং সিনেমার নন্দিত অভিনেত্রী সুমনা সোমা। প্রয়াত নায়ক মান্নার বিপরীতে ‘রাজধানী’ সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন। সোমা জানালেন আগামী ঈদের পর তিনি দুটি সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন। একটি নারগিস আক্তারের ‘মক্ষীরানী’ ও আরেকটি আশরাফ শিশিরের ‘বীরাঙ্গনা’। এরইমধ্যে দুটি সিনেমাতে কাজ করা প্রসঙ্গে দুজন পরিচালকের সঙ্গেই চূড়ান্ত কথা হয়েছে সুমনা সোমার। সুমনা সোমা বলেন, ‘বীরাঙ্গনা’ সিনেমায় যেমন নাম ভূমিকায় আমি অভিনয় করতে যাচ্ছি অনুরূপভাবে ‘মক্ষীরানী’ সিনেমাতেও আমি নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এর আগেও আমি বেশকিছু ভাল ভাল সিনেমাতে অভিনয় করেছি। কিন্তু সরাসরি নাম ভূমিকায় আমার কখনও অভিনয় করা হয়ে উঠেনি। আমার এই সময়ের সম্পূর্ণ প্রস্তুতি ‘বীরাঙ্গনা’ এবং ‘মক্ষীরানী’ সিনেমা দুটিকে ঘিরে। কারণ দুটি সিনেমাতেই আমাকে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে হবে। তাই নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করেই সিনেমা দুটিতে কাজ করতে চাই। ‘বীরাঙ্গনা’ সিনেমাটি বলা যেতে পারে আমার অনেক স্বপ্নের একটি সিনেমা। এই সিনেমাকে ঘিরে এরইমধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। তা নিয়ে আসলে বেশি কথা বলতে চাই না। শুধু এতটুকুই বলব, আমার অভিনয় জীবনের এক নতুন চ্যালেঞ্জ। দেখা যাক শেষ পর্যন্ত আল্লাহ ভাগ্যে কী রেখেছেন। তবে আমার বিশ্বাস বীরাঙ্গনা একটা কিছু হতে চলেছে। তাছাড়া আশরাফ শিশির একজন গুণী নির্মাতা। তিনি যথেষ্ট যতœ নিয়ে, আন্তরিকতা নিয়ে, শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণ করবেন বলেই আমার বিশ্বাস। এদিকে আশরাফ শিশিরের ‘আমরা একটি সিনেমা বানানো’ সিনেমায় রূপবান চরিত্রে অভিনয় করেছেন সুমনা সোমা। মূলত তার চরিত্রটিকে ঘিরেই সিনেমার গল্প এগিয়ে যায়। আট খ-ের এই সিনেমাটিও শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে বলে জানালেন সোমা। সুমনা সোমা শেষ করেছেন আবু তাওহীদ হিরণের ‘আদম’, শহীদুল হক খানের ‘একজন ভাষা সৈনিকের গল্প’ সিনেমার কাজ। ‘রাজধানী’ সিনেমার পর সোমা অভিনয় করেছেন ‘না বলো না’, ‘মিলন’, ‘নন্দিত নরকে’সহ আরও বেশকটি সিনেমাতে। এছাড়া তিনি বর্তমানে কায়সার আহমেদ ও আল হাজেনের ‘গোলমাল’, ফরিদুল হাসানের ‘গুটিবাজি’ ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। এছাড়া শীঘ্রই তিনি জয় সরকারের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করার কথা রয়েছে। আগামী ঈদের জন্য তিনি গতকাল শেষ করেছেন ফেরদৌস হাসান রানার ‘বন্ধু বলে কিছু নেই’ নাটকের কাজ।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ