By: Daily Janakantha
ক্লাসের পর বুকে ব্যাথা হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু
জাতীয়
23 Jun 2022
23 Jun 2022
Daily Janakantha
জবি সংবাদদাতা ॥ বুধবার দুপুরে ক্লাসের পর বাড়ি ফিরে বিকেলে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশরাফুল ইসলাম। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
আশরাফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ ২০১১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও তাজমহল রোডে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ২৩ বছর। তিনি আলসারে আক্রান্ত ছিলেন।
আশরাফুলের সহপাঠী মুশফিকুর বলেন, আশরাফুলের বুকে প্রচন্ড ব্যথা শুরু হলে ব্যথার ওষুধ খাওয়ানো হয়। কিন্তু ব্যথার ঔষধ খাওয়ার পর থেকেই তার নাক মুখ দিয়ে রক্তপাত শুরু হলে পরিবারের সদস্যরা হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আশরাফুল।
মুশফিকুর আরও বলেন, আশরাফুল প্রায় তিন-চার মাস ধরে আলসারে ভুগছিলেন। মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়তো কিন্তু স্বাভাবিক ছিল তার সবকিছুই।
সহপাঠীরা জানান, আশরাফুল গতকাল আমাদের সাথে শেষ ক্লাস করেছে এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না। তাকে আমরা কোনোরকম অসুস্থ কিংবা অস্বাভাবিক কিছু দেখি নাই। এ মৃত্যু হয়তো সত্যি কিন্তু আসলে মেনে নেওয়ার মতো না আমাদের জন্য।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।
আশরাফুলের মৃত্যুতে শোক নেমে এসেছে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সকল শিক্ষক -শিক্ষার্থীদের মাঝেও। সহপাঠীরা তার হঠাৎ চলে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছে না।
এছাড়াও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন শোক প্রকাশ করে বলেন, আমি গতকাল তার ক্লাস নিয়েছি এবং সে আমার শেষ ক্লাস করেছে এটা আমি ভাবতে পারছি না। আমরা প্রতিদিনের মতো গতকালও ক্লাস নিয়েছি সত্যি কিন্তু আমি জানতাম না যে সে অসুস্থ। আমি খুবই মর্মাহত এবং শোকাহত আশরাফুলের মৃত্যুতে। আমি ম্যানেজমেন্ট স্টাডিজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ