By: Daily Janakantha
সাকিবের কথায় অনুপ্রাণিত তাসকিন
খেলার খবর
22 Jun 2022
22 Jun 2022
Daily Janakantha
স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হয়নি ডানহাতি পেসার তাসকিন আহমেদের। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে হওয়া দুই টেস্টের সিরিজেও ছিলেন না। তবে এবার উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবেন তিনি। শুক্রবারই ক্যারিবীয় দ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়া কথা রয়েছে তার। এর আগে কিছুদিন ধরেই তাসকিন নিজেকে প্রস্তুত করতে ঘাম ঝরিয়ে যাচ্ছেন অবিশ্রান্তভাবে। এখন পূর্ণোদ্যমে বোলিংও করতে পারছেন। তাসকিন টেস্ট সিরিজে না থাকলেও এ্যান্টিগা টেস্টের পর পেসারদের উন্নতি নিয়ে কথা বলার সময় অধিনায়ক সাকিব আল হাসান এ ডানহাতির পরিশ্রম নিয়ে প্রশংসা করেন সংবাদ সম্মেলনে। সে সময় সাকিব দাবি করেন তাসকিনকে অনেকেই অনুসরণ করে। অধিনায়ক সাকিবের কণ্ঠে নিজেকে নিয়ে এমন ভাল কথা শুনে অনুপ্রাণিত তাসকিন। এখন উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজে নিজের সেরাটা দেয়ার প্রত্যয় জানালেন তিনি।
গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরেই ইনজুরিতে পড়েন তাসকিন। তারপর থেকেই ক্রিকেটের বাইরে তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হয়নি, এবার উইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলতে পারলেন না। তবে নিজেকে ইতোমধ্যেই প্রস্তুত করে ফেলেছেন ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে-টি২০ সিরিজে খেলার জন্য। এ বিষয়ে তাসকিন বলেছেন, ‘কয়েকদিন আগে জিম করতে গিয়ে ব্যথা পেয়েছিলাম, এখন আল্লাহর রহমতে ঠিক আছি। গত দুদিন বোলিং করলাম। সর্বোপরি খুশি আছি। গতকাল (মঙ্গলবার) এবং আজকে (বুধবার) শতভাগ দিয়েই বোলিং করার চেষ্টা করেছি এবং প্রচেষ্টাগুলো ঠিক ছিল। সবধরনের বলই চেষ্টা করেছি এবং এখানে আমাদের নির্বাচকরা, ডাক্তার সবাই ছিলেন। তারাও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। পরশু যাব ইনশাআল্লাহ।’ এখন তাসকিনের লক্ষ্য ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজে ভাল করার। টেস্ট সিরিজ ‘ডিউক বলে’ হয়েছে, কিন্তু স্বল্প পরিসরের সিরিজ দুটি হবে ‘কুকাবুরা’ বলে। এসব নিয়ে তাসকিন বলেন, ‘টেস্ট ম্যাচ তো ডিউক বলে খেলা হচ্ছে, আমার ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত খেলা হল না। ওয়ানডে ও টি২০ কুকাবুরা বলেই হবে। তো যেটাতেই হোক নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। হাতে যেটা আছে প্রক্রিয়া সেটাই অনুসরণ করব।’
তাসকিনের আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮ বছর পূর্ণ হতে চলেছে। কিন্তু ইনজুরি ও নানাবিধ সমস্যায় খুব বেশি ম্যাচ খেলা হয়নি। তবে সর্বশেষ দফায় কঠোর পরিশ্রম করে ফিরেছেন দলে। এখনও সেই শ্রম দিয়ে যাচ্ছেন। তাই সাকিব তার প্রশংসা করে বলেন, ‘বড় কৃতিত্ব দিতে হয় তাসকিনকে।
তাসকিন আসলে গত ২-৩ বছরে দেখিয়ে দিয়েছে যে কীভাবে আসলে একজন পেসার অনেক বড় হতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে পারে কিংবা কীভাবে নাটকীয়ভাবে খুব দ্রুত উন্নতি করতে পারে। আমার মনে হয় ওকে অনেকেই অনুসরণ করে। আমাদের পেসারদের ভাল করার পেছনে এটা একটা বড় কারণ।’ অধিনায়কের এমন কথায় আরও উজ্জীবিত তাসকিন। তিনি বলেন, ‘সন্দেহ নেই তিনি একজন কিংবদন্তি। তিনি যখন বলেছেন ব্যক্তিগতভাবে খুবই ভাল লেগেছে আমার। আরও অনুপ্রাণিত করেছে আমাকে যে, আমি আরও ভাল করতে পারব।’
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ