By: Daily Janakantha
মোহামেডানের জালে এক হালি গোল আবাহনীর
খেলার খবর
22 Jun 2022
22 Jun 2022
Daily Janakantha
স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে আবারও মর্যাদার লড়াইয়ে একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। বুধবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ৪-২ গোলে হারায় মোহামেডানকে। এই জয়ে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী। সমান ম্যাচে ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’ খ্যাত মোহামেডানের ২২ পয়েন্ট। তারা আছে ছয়ে। ম্যাচে আবাহনীর হয়ে জোড়া গোল করেন ডরিয়েল্টন গোমেজ। ১টি করে গোল করেন ড্যানিয়েল কলিনড্রেস ও ইমন মাহমুদ বাবু। মোহামেডানের সোলেমান দিয়াবাতে ও শাহরিয়ার ইমন ১টি করে গোল করেন।
অন্যদিকে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পুলিশ ফুটবল ক্লাব ৩-২ গোলে হারায় উত্তর বারিধারা ক্লাবকে। পুলিশের আমীরুদ্দিন শরীফি জোড়া গোল করেন। ১টি গোল করেন দানিলো। বামবা ও কচেনভ বারিধারার হয়ে ১টি করে গোল করেন। ২২ পয়েন্ট নিয়ে মোহামেডানের থেকে গোলগড়ে পিছিয়ে সপ্তম স্থানে পুলিশ। বারিধারার ১২ পয়েন্ট, তারা আছে নয়ে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ