By: Daily Janakantha
বাংলাদেশ-মালয়েশিয়া লড়াই আজ
খেলার খবর
22 Jun 2022
22 Jun 2022
Daily Janakantha
রুমেল খান ॥ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল প্রায় তিন বছর ধরে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। তাছাড়া লিগ না থাকায় দলের খেলোয়াড়রা খেলার মধ্যে নেই। ফিফা র্যাঙ্কিংয়ে তাারা বেশ পিছিয়ে, ১৪৬তম অবস্থানে। পক্ষান্তরে মালয়েশিয়ার র্যাঙ্কিং ৮৫, যা বাংলাদেশের চেয়ে ৬১ ধাপ কম। তাছাড়া সম্প্রতি ঘরোয়া লীগ শেষ হওয়ায় জাতীয় দলের খেলোয়াড়রা খেলার মধ্যেই ছিলেন। তারপরও বাংলাদেশকে সমীহ করেছে সফরকারী মালয়েশিয়া। আজ বৃহস্পতিবার ঢাকার কমলাপুরের স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা প্রীতি ম্যাচে তাদের আতিথ্য দেবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এই দুই দলের মধ্যে দুটি ফিফা টায়ার-১ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হবে। যার দ্বিতীয়টি হবে একই ভেন্যুতে, একই সময়ে আগামী ২৬ জুন। বাংলাদেশ দল মালয়েশিয়ার সঙ্গে সর্বশেষ ম্যাচ খেলেছিল ২০১৭ সালে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের সেই ম্যাচে লাল-সবুজ বাহিনী হেরেছিল ২-১ গোলে। ওই ম্যাচের সিংহভাগ ফুটবলারই আছেন বর্তমান দলে। বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো ফিফা আন্তর্জাতিক নারী ফুটবল ম্যাচ এটি। বুধবার বাফুফে ভবনে দুই দলের কোচ ও অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘মালয়েশিয়া র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও ফিটনেস, টেকনিক্যালি-ট্যাকটিক্যালি আমরাও পিছিয়ে নেই। ওদের ঘরোয়া লীগ শেষ হয়েছে। ওরা খেলার মধ্যে থাকলেও লিগ ও জাতীয় দলের অনুশীলন এক নয়। এক্ষেত্রে আমরা কয়েক মাস ধরে অনুশীলন চালিয়ে যাচ্ছি। আমরা মালয়েশিয়ার বিরদ্ধে ভাল খেলাই উপহার দেয়া এবং ভাল রেজাল্টের জন্যই খেলব।’ অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘অনেকদিন আন্তর্জাতিক ম্যাচ খেলি না। এই দুটি ম্যাচ আমাদের জন্য সাফের প্রস্তুতিস্বরূপ।’ মালয়েশিয়া কোচ জ্যাকব এমএইচ জোসেফ বলেন, ‘বাংলাদেশ বয়সভিত্তিক ফুটবলে অনেক উন্নতি করেছে। আমি তাদের খেলার খোঁজ রাখি। তারা ভারতকে হারিয়েছে। আমরা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশকে ঠিকই সমীহ করছি। ২০১৭ সালে যে ম্যাচে আমরা বাংলাদেশকে হারিয়েছিলাম, আমাদের সেই দলের মাত্র তিন খেলোয়াড় বর্তমান দলে আছে। তাছাড়া দলের বেশিরভাগ খেলোয়াড়ই কম বয়সের।’
মালয়েশিয়া অধিনায়ক স্টেফি সার্জি কৌর বলেন, ‘বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে। আশা করছি তাদের সঙ্গে ভাল লড়াই হবে।’ তবে কমলাপুরের টার্ফে অনুশীলন করে মালয়েশিয়া নারী দল মোটেও খুশি নয়। পুরনো ও মেয়াদোত্তীর্ণ এই টার্ফ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন দলের কোচ জ্যাকব ‘ভেন্যুর টার্ফ খুব শক্ত। এটা ইনজুরির কারণ হতে পারে। আমরা শুধু এটার কারণে ভয় পাচ্ছি। এখানে অনুশীলনের পর কয়েকজন খেলোয়াড় হাঁটু এবং পেশির ইনজুরির অভিযোগ করেছে। আশা করছি, আগামীকালের (বুধবার) ম্যাচ ভাল হবে।’ আজ কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের টিকেটের মূল্য ৫০ টাকা করে। প্রাপ্ত টিকেট বিক্রির অর্থ সিলেটে বন্যার্তদের দেবে বাফুফে। এ প্রসঙ্গে বাংলাদেশ নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা সিলেটে বন্যার্তদের জন্য সমব্যথী। দুই ম্যাচের টিকেট বিক্রি থেকে যে অর্থ আসবে এর পুরোটাই সিলেটে বন্যার্তদের দেয়া হবে।’ বাফুফে ১০ হাজার টিকেট ছাড়বে প্রতি ম্যাচের জন্য। টিকেট পাওয়া যাবে বাফুফে ভবনে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবং কমলাপুর স্টেডিয়ামে। ইতোমধ্যেই ঢাকার ক’টি অঞ্চলে টিকেট বিক্রির জন্য মাইকিং শুরু করেছে বাফুফে। এর পাশাপাশি অনলাইনেও টিকেট বিক্রির পরিকল্পনা রয়েছে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ