By: Daily Janakantha
অবৈধ যৌনাচারে ধরা পড়লেই জেল
খেলার খবর
22 Jun 2022
22 Jun 2022
Daily Janakantha
জিএম মোস্তফা ॥ বিশ্ব ক্রীড়াআসরের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ ফুটবল। চলতি বছরেই কাতারে বসতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের আসর। তবে ফুটবলের মহাজ্ঞ শুরুর আগেই ফুটবলপ্রেমীদের জন্য কঠোর এক বার্তা দিল মধ্যপ্রাচ্যের দেশটি। বিশ্বকাপ চলাকালে কেউ যদি মদ্যপান কিংবা কারও সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন তাহলেই শাস্তির বিধান জারি করেছে দেশটি। কমপক্ষে যে শাস্তিতে হতে পারে সাত বছরের জেল।
বিশ্বকাপ ফুটবল মানেই বাড়তি উন্মাদনা। স্টেডিয়ামগুলোতে দেখা যায় প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ খেলা। তবে শুধু মাঠেই নয় বরং এই খেলার উচ্ছ্বাসের রেশ মাঠের বাইরেও ছড়িয়ে যায়। এই উত্তেজনার মূল কারণ হিসেবে কখনও থাকে ফুটবল, আবারও কখনও বিভিন্ন রকমের পার্টিতে নিজেদের আবদ্ধ রাখেন ফুটবলপ্রেমীরা। কিন্তু এবার আর তা সম্ভব হচ্ছে না। আয়োজক দেশ কাতারের পক্ষ থেকে এসরের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এর মাঝেই জানিয়ে দেয়া হয়েছে যে, কাতারের রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিশ্বকাপ দেখতে গিয়ে কেউ যদি অবৈধ যৌন সম্পর্কে জড়ায়, তাহলে তার জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে সাত বছরের জেল হতে পারে। যৌনতার পাশাপাশি মদ্যপানের ওপরও কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে কাতার।
দেশটির পুলিশ বাহিনীর ভাষ্যমতে, ‘বৈধ সম্পর্ক না হলে বিশ্বকাপ দেখতে এসে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না। নিয়মের ব্যতিক্রম হলে সাত বছর পর্যন্ত জেল হতে পারে। বিশ্বকাপে প্রথমবার এমন কিছু নিষিদ্ধ করা হচ্ছে। সমর্থকদের সতর্ক থাকতে হবে।’ প্রথমবার কেন এমন আইন? এমন প্রশ্নের জবাবে বিষয়টি স্বীকার করে কাতার বিশ্বকাপে ফিফার মুখ্য নির্বাহী নাসের আল খাতের। তিনি জানালেন, মূলত, সমর্থকদের নিরাপত্তার জন্যই এমন পদক্ষেপ নিতে হচ্ছে তাদের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক সমর্থকের নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু জনসম্মুখে ব্যক্তিগত ভালবাসার প্রকাশ ঘটানোটা আমাদের দেশের সংস্কৃতিতে নেই। সেটা সবার জন্যই সমানভাবে প্রযোজ্য।’ নিষেধাজ্ঞা থাকবে অশালীন পোষাকেও। ইউরোপ বা অন্য দেশে যেমন দেখা যায় সল্প বসনার পোষাক পড়ে নারী সমর্থকরা রাস্তা ঘটে চলাফেরা করছে বা হোটেল রেস্তোরায় আড্ডা দিচ্ছে, কাতারে এমনটি চলবে না। সম্পুর্ন শালীন পোষাক পরিধান করেই উপভোগ করতে হবে বিশ্বকাপ ফুটবল।
এর ফলে যারা ফুটবল বিশ্বকাপ দেখতে কাতারে হাজির হবেন, তাদের জন্য এটা কড়া এক সতর্কবার্তা। মুসলিম দেশে বিবাহ বহির্ভূত যে কোন যৌন মিলনকেই অবৈধ ধরা হয়। এখানে সঙ্গী কে? সে বিষয়টি গৌণ। যে কারণেই সাফ জানিয়ে দেয়া হয়েছে যে, বিশ্বকাপ দেখতে আসার আনন্দে কেউ যদি এই নিয়ম ভাঙ্গেন, সেক্ষেত্রে সে দেশের আইন অনুযায়ী সাত বছর পর্যন্ত জেল হতে পারে। কাতারে স্বাভাবিক নিয়মেই রাতভর কোন রকমের পার্টি করা নিষিদ্ধ। তাই ফুটবলপ্রেমীদের আগেভাগেই মনে করিয়ে দেয়া হয়েছে যেন বিশ্বকাপ দেখতে এসে এ ধরনের কোন আশা না রাখেন তারা। এর পাশাপাশি একরাতের যৌনতা নিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শুধু স্বামী-স্ত্রী জুটি হিসেবে বিশ্বকাপ দেখতে এলেই যৌন মিলনের অনুমতি মিলবে। তাছাড়া সঙ্গমের বিষয়ে ভাবলেই বিপাকে পড়তে হবে। টুর্নামেন্ট চলাকালীন ওয়ান নাইট স্ট্যান্ডের কোন প্রশ্নই নেই। বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে এবারই প্রথম এমন নিয়মের সাক্ষী হতে চলেছে বিশ্বকাপ। তাই সমর্থকদের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে। কাতারে সমকামী সম্পর্কও অবৈধ। যুবক-যুবতী লিভ-ইন সম্পর্কে থাকলেও তার জেল হতে পারে! ম্যাচের পর মদ্যপান করে পার্টিও সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। এ ধরনের নিয়মাবলি জানার পর হতাশ হতেই পারেন বাইরের দেশ থেকে কাতারে যাওয়ার পরিকল্পনা করে ফেলা বহু দর্শক।
চলতি বছর নবেম্বরে মাঠে গড়াবে বিশ্বকাপ ফুটবল। সময়ের হিসাবে এখনও প্রায় সাড়ে চার মাস বাকি। তবে বিশ্বকাপের বছর বলে কথা। টুর্নামেন্ট শুরু দেরি হলেও, ফুটবলের বৈশ্বিক আসরের রোমাঞ্চে ইতোমধ্যেই ছুয়ে যাচ্ছে গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীদের। আগামী ২১ নবেম্বর সেনেগাল ও হল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ২০২২ বিশ্বকাপ। একই দিন স্বাগতিক কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ