By: Daily Janakantha
থিয়েটার আর্ট ইউনিটের মাধব মালঞ্চী নাটকের মঞ্চায়ন
শেষের পাতা
22 Jun 2022
22 Jun 2022
Daily Janakantha
সংস্কৃতি প্রতিবেদক ॥ ঢাকার নাট্যমঞ্চ এখন দারুণ সরব। রাজধানীর নাট্য মিলনায়তনগুলোয় প্রতিদিনই মঞ্চস্থ হচ্ছে পুরনো থেকে নতুন নাটক। নাট্যমঞ্চের সেই গতিশীল ¯্রােতধারায় মঞ্চে এসেছে মাধব মালঞ্চী শিরোনামের থিয়েটার আর্ট ইউনিটের নতুন প্রযোজনা। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিভাস চক্রবর্তী রচিত নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হয়। এর আগে মঙ্গলবার একই মিলনায়তনে উদ্বোধনী মঞ্চায়ন হয়। আর দলের এই ৩৬তম প্রযোজনাটির মাধ্যমে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে থিয়েটার আর্ট ইউনিট। প্রথম দুটি প্রদর্শনীর টিকেট বিক্রি থেকে আয়কৃত অর্থ প্রদান করা হবে বন্যার্তদের সহায়তায়।
মাধব মালঞ্চীর নাটকের প্রধানতম আকর্ষণ হচ্ছে তারুণ্য। একঝাঁক তরুণ অভিনেতা ও অভিনেত্রী অভিনয় করেছেন এই নাটকে। এই তরুণ মঞ্চশিল্পীদের অভিনয়ের গুণে নাটকটি পৌঁছে গেছে শৈল্পিক উৎকর্ষতায়। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাটি সমৃদ্ধ হয়েছে আবহসঙ্গীতের কল্যাণে। সেই সুবাদে প্রথম দুটি প্রদর্শনীতেই নাট্যপ্রেমীদের হৃদয়ের অলিন্দে কড়া নেড়েছে প্রযোজনাটি। মুগ্ধতার আবেশে নাট্য প্রদর্শনীতে ঝরেছে দর্শকের করতালি।
‘মেঘ মেদুর বরষায়’ ॥ শিল্পকলা একাডেমির আয়োজনে বুধবার সন্ধ্যায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘মেঘ মেদুর বরষায়’ শীর্ষক কবি ও কবিতার বৈঠক এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং কবি আসাদ মান্নান ও নাসির আহমেদ। সভাপতিত্ব করেন একাডেমির সচিব মোঃ আছাদুজ্জামান।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ