বিশেষজ্ঞরা বলছেন, আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা প্রদানের দায়িত্ব ছিল ভারত সরকারের। কিন্তু এক্ষেত্রে ব্যর্থ হওয়ায় দেশটি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে। কিন্তু ভিয়েনা কনভেনশন আসলে কী? ওই কনভেনশনে একটি দেশের দূতাবাসের নিরাপত্তার বিষয়ে কী বলা হয়েছে? আর ভারত যদি সেটি লঙ্ঘন করে থাকে, তাহলে বাংলাদেশ কী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে?
Source: বিবিসি বাংলা