By: Daily Janakantha
পদ্মায় বিলীন হয়ে গেল চারতলা ভবন
দেশের খবর
22 Jun 2022
22 Jun 2022
Daily Janakantha
নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ ॥ পদ্মার প্রবল স্রোতে বিলীন হয়ে গেল মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি। চারতলা ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মঙ্গলবার দুপুরের পর ভবনটি পদ্মার বুকে বিলীন হয়ে যায়। গত বছরই ভাঙ্গনের মুখে পড়ে নির্মাণাধীন এই ভবনটি।
গত বছর আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি ভাঙ্গনের মুখে পড়ে। সে সময় দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করা হয়। এ বছরে কয়েকদিন ধরে ব্যাপক হারে ভাঙ্গন শুরু হয় ওই এলাকায়। এতে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বিদ্যালয়টি। ১৯ জুন মানিকগঞ্জ জেলা সহকারী শিক্ষা প্রকৌশলী মোঃ হাকিমুল হাসান সিদ্দিকী, জেলা পানি উন্নয়ন বোর্ডের এসডিই মোঃ আবুল কালাম আজাদ ও হরিরামপুর উপজেলা শিক্ষা সহকারী প্রকৌশলী মোঃ সবুজ বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা পানি উন্নয়ন বোর্ড থেকে জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরে একটি প্রতিবেদন দেয়া হয়। সেই সঙ্গে ভবনটি নিলামের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু তার আগেই ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে গেল বিদ্যালয় ভবনটি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন জানান, ১৯ জুন জেলা সমন্বয় সভায় বিদ্যালয়টির বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করা হলে বিকেলেই ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করি। এই মুহূর্তে বিদ্যালয় সংলগ্ন এলাকায় জিও ব্যাগ ফেলেও বিদ্যালয়টি রক্ষা করা সম্ভব নয় উল্লেখ করে জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরে প্রতিবেদন দাখিল করা হয়। গত বছর বর্ষা মৌসুমে বিদ্যালয়টি পরিদর্শন করে বিদ্যালয়ের ভবনের নির্মাণ কাজটি করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী বিপ্লব জানান, বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনটি মঙ্গলবার দুপুরের পর নদীতে বিলীন হয়ে যায়। গত বছর বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল ৪৫০ জন। বিদ্যালয় বন্ধ থাকার কারণে বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৫১ জনে দাঁড়িয়েছে। বিদ্যালয় ভবনটি নিলামে বিক্রয়ের কাজ চলছিল বলে তিনি জানান। কিন্ত তার আগেই বিদ্যালয়টি নদীতে চলে গেল। এক বছর ধরে হাতিঘাটা গ্রামে টিনশেড ঘর করে তাতে কোনরকমে বিদ্যালয় পরিচালনা হচ্ছে।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জানান, আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি গত বছরই ঝুঁকির মধ্যে পড়ে। এই কারণে বিদ্যালয়ে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছিল। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নেয়া হচ্ছে অন্যত্র একটি স্থানে। মঙ্গলবার বিদ্যালয়টির চারতলা ভবন নদীতে চলে গেছে। শিক্ষার্থীদের অবস্থা চিন্তা করে চরে নতুন একটি সুবিধাজনক স্থানে পুনরায় বিদ্যালয় নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ