By: Daily Janakantha
বাকেরগঞ্জে বেহাল সড়ক, মেরামতের কেউ নেই
দেশের খবর
22 Jun 2022
22 Jun 2022
Daily Janakantha
সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল ॥ বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের সেন্ট আলফ্রেড স্কুল এ্যান্ড কলেজ ও পাদ্রীশিবপুর উপস্বাস্থ্য কেন্দ্রসংলগ্ন সড়কে সামান্য বৃষ্টিতে কাদাপানিতে ডুবে যায়। এ সড়কে ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন সংস্কার না করায় পিচঢালাই উঠে গিয়ে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। সেন্ট আলফ্রেড স্কুল এ্যান্ড কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী কাঁদাপানিতে হাঁটার কারণে জামাকাপড় নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার ভরপাশা ও পাদ্রীশিবপুর দুইটি ইউনিয়নের সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি। পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি কাঁদাপানিতে সয়লাব হয়ে গেছে। এখন সড়ক দিয়ে হাঁটাও ভীষণ কষ্টকর। মেরামত করার যেন কেউ নেই। স্থানীয় বাসিন্দারা জানান, পাদ্রীশিবপুর উপস্বাস্থ্য কেন্দ্রর সামনে রাস্তা কাদাপানিতে একাকার হওয়ায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছে। এ রাস্তা দিয়ে যানবাহন চলায় প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে দুই ইউনিয়নের বাসিন্দারা। বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ। পাদ্রীশিবপুর উপস্বাস্থ্য কেন্দ্রর কর্মরত চিকিৎসক নাইমুজ্জামান খান জানান, জনগুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। পাদ্রীশিবপুর ইউনিয়েনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু জানান, সড়কটি আমি নিজ অর্থায়নে একবার মেরামত করেছি। চেষ্টা করছি দ্রুত সড়কটি সংস্কার করার জন্য।
লালমনিরহাটে মাদক কারবারির ১০ বছরের জেল
নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ মঙ্গলবার লালমনিরহাট জেলায় দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল এক এর বিচারক মিজানুর রহমান মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান মনিরকে (৪৫) ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। সাক্ষী-প্রমাণ শেষে বিচারক তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। সরকারী পক্ষে আইনজীবী ছিলেন পিপি এ্যাডভোকেট আকমল হোসেন ও বিবাদী পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেনিন।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ