By: Daily Janakantha
সিকনের বিশ্ব রেকর্ড, লিডেকির আরও একটি স্বর্ণ
খেলার খবর
21 Jun 2022
21 Jun 2022
Daily Janakantha
স্পোর্টস রিপোর্টার ॥ হাঙ্গেরির বুদাপেস্টে চলমান ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে বিশ্ব রেকর্ড গড়েছেন টমাস সিকন। ২১ বছর বয়সী তরুণ ইতালিয়ানের সঙ্গে পেরে ওঠেননি সুপারস্টার রায়ান মার্ফি ও আরেক আমেরিকান হান্টার আর্মস্ট্রং। থিয়েনে জন্ম নেয়া ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার টগবগে সিকন সময় নিয়েছেন মাত্র ৫১.৬০ সেকেন্ড। ৫১.৯৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন মার্ফি। ২০১৬ অলিম্পিকে ৫১.৬০ সেকেন্ড সময় নিয়ে এই মার্ফিই বিশ্ব রেকর্ড গড়েছিলেন। বুদাপেস্টে এ দিন তার চেয়ে ০.১৫ সেকেন্ড কম সময় নিয়ে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেটি ভেঙ্গে দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েন সিকন। ব্রোঞ্জজয়ী হান্টার সময় নেন ৫১.৯৮ সেকেন্ড। ওদিকে মেয়েদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতেছেন কেটি লিডেকি। ২৫ বছর বয়সী আমেরিকান আইকন সময় নিয়েছেন ১৫ মিনিট ৩০.১৫ সেকেন্ড। মাত্র ১৪.৭৪ সেকেন্ডের জন্য নিজেরই গড়া ২০১৮ সালের রেকর্ড ভাঙ্গতে পারেননি তিনি। চলতি আসরে ৪০০ ও ১৫০০ মিটারের দুটি স্বর্ণই এখন লিডেকির গলায়।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ের পাশাপাশি বিশ্ব রেকর্ড গড়ে যারপরনাই উচ্ছ্বসিত সিকন বলেন, ‘কি বলব বুঝতে পারছি না। আমি ভাষা হারিয়ে ফেলেছি। ইতালিকে স্বর্ণ এনে দিতে পেরে ভাল লাগছে। এ কীর্তির জন্য আমি আমার কোচ, ফেডারেশন ও পরিবারকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। তাদের সমর্থন ও ভালবাসার কারণেই আমার এই সাফল্য।’ ওদিকে মেয়েদের ১৫০০ মিটারে লিডেকির স্বদেশী কেটি গ্রিমস ১৫ মিনিট ৪৪.৮৯ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন। অর্থাৎ তিনি পিছিয়ে ছিলেন ১৪.৭৪ সেকেন্ড। আর ব্রোঞ্জজয়ী অস্ট্রেলিয়ান ল্যানি প্যালিস্টার ১৫ মিনিট ৮৪.৯৬ সেকেন্ড সময় নেন।
‘যদিও এটা আমার ক্যারিয়ারসেরা টাইমিং নয়, কিন্তু মন্দ সময় পেছনে ফেলে দুই স্বর্ণ পাওয়ার কাজটি সহজ ছিল না। এজন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। যা সামনে আরও ভাল করতে সাহায্য করবে।’ বলেন লিডেকি। আসরে মেয়েদের ১০০ মিটার ব্যকস্ট্রোকে স্বর্ণ জিতেছেন ইতালির বেনেদেত্তা পিলাতো। রৌপ্য জার্মানির আন্না এলডট। এবং ব্রোঞ্জ লিথুনিয়ার রিটা লিউনট্টি। ১০০ মিটার ব্যাকস্ট্রোকের স্বর্ণ জিতেছেন আমেরিকার রিগান স্মিথ। ১০০ মিটার বাটারফ্লাইয়ের স্বর্ণ উঠেছে আরেক আমেরিকান টরি হাস্কের গলায়। আর ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন রোমানিয়ার ডেভিড পোপোভিক। ৫০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণপদক পেয়েছেন আমেরিকার সেলেব ড্রেসি। এখন পর্যন্ত ৭ স্বর্ণ ও ১৮ পদক নিয়ে টেবিলে সবার ওপরে আমেরিকা।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ