By: Daily Janakantha
বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটার সঙ্কট
খেলার খবর
21 Jun 2022
21 Jun 2022
Daily Janakantha
স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ক্রিকেটে পঞ্চ পান্ডবের মধ্যে মাশরাফি বিন মর্তুজা ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে চলে গেছেন। মাহমুদুল্লাহ রিয়াদও টেস্ট ছেড়ে দিয়েছেন, টি২০ থেকে লম্বা সময়ের বিরতিতে আছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানও এখন নিয়মিতই বিভিন্ন সিরিজ থেকে বিরতি নিচ্ছেন। তাই এখন ৩ ফরমেটেই বেশ কিছু উদীয়মান তরুণদের নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে লড়াই করতে হচ্ছে বাংলাদেশ দলকে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে দুঃস্বপ্নের ফরমেট হচ্ছে টেস্ট ক্রিকেট। এই ফরমেটে বাংলাদেশ দলের একটানা ব্যর্থতা ভবিষ্যতের জন্য অশনি সঙ্কেত হয়ে উঠেছে। সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া এ্যান্টিগা টেস্টে দলের ভরাডুবির পর অধিনায়ক সাকিব আল হাসান দাবি করেছেন, ব্যাটারদের সবারই টেকনিকে সমস্যা আছে। তরুণ দুই ক্রিকেটার মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে নেই কোন ধারাবাহিকতা। সাবেক অধিনায়ক আকরাম খান দাবি করেছেন দেশে মানসম্পন্ন ক্রিকেটারের সঙ্কট আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফর্মেন্স বিভাগের (এইচপি) ভাইস চেয়ারম্যান হিসেবে সার্বিক বিষয়াদি পর্যবেক্ষণ করেই এমন মন্তব্য করেছেন আকরাম।
এ বছরের শুরুটা টেস্ট ক্রিকেটে অবিস্মরণীয় ছিল বাংলাদেশ দলের। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়ার মাধ্যমে ঐতিহাসিক কাজটা করেছে তারা। কিন্তু সেই স্মৃতি এখন ম্লান হয়ে গেছে। ওই টেস্টের পর টানা ৭ টেস্টে আহামরি কিছুই করতে পারেনি বাংলাদেশ দল। টানা পরাজয়ের অন্যতম কারণ হিসেবে ব্যাটারদের চরম ব্যর্থতার বিষয়টিই বারবার সামনে এসেছে। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরেও সেই ব্যর্থতার বৃত্ত ভেঙ্গে বেরোতে পারেনি বাংলাদেশ দল। ব্যাটারদের এমন টানা ব্যর্থতার পর সাকিব দাবি করেছেন ব্যাটারদের টেকনিকে সমস্যা আছে। যদি তাই থাকে তাহলে তো গোড়া থেকে আবার শুরু করতে হবে। কাজ করতে হবে সেই ব্যাটারদের বেসিক বিষয়গুলো নিয়ে। অনুর্ধ-১৯ এবং এইচপিতে থাকা ক্রিকেটারদের নিয়ে কি সেই কাজ ঠিকঠাক চলছে? জাতীয় দলের অন্যতম পাইপলাইন এইচপিতে কি ধরনের ক্রিকেটাররা আসছেন? এ বিষয়ে এইচপির ভাইস চেয়ারম্যান আকরাম বলেন, ‘আমাদের ভাল ক্রিকেটার আছে, কিন্তু মানসম্পন্ন ক্রিকেটারের সংখ্যা কম। আমরা চাচ্ছি যেন মানসম্পন্ন ক্রিকেটার আসে। অনেকে গ্র্যাজুয়েশন করার আগেই ছোট ফরমেটে খেলার চিন্তা করে ফেলে।’ আর সেই চিন্তাতেই সাম্প্রতিক সময়ে অধিকাংশ উঠতি ক্রিকেটারের মনোযোগ টি২০ ক্রিকেট নিয়ে। কিন্তু আকরাম বলেন, ‘একটা জিনিস মাথায় রাখতে হবে- যারা টেস্টে ভাল করে তারা সব ফরমেটেই ভাল করে। লক্ষ্যটা ঠিক রাখতে হবে টেস্টের জন্য। ওদের ফিটনেস বা বাকি সবকিছু ঠিক আছে। সেভাবে যদি লক্ষ্য ঠিক করে তাহলে মানসম্পন্ন ক্রিকেটার উঠে আসবে।’ বাংলাদেশ দলে ১০ বছর ধরে অপরিহার্য ক্রিকেটার হিসেবে খেলছেন সাকিব, তামিম, রিয়াদ, মুশফিকরা। মাশরাফিও তাই ছিলেন। তাদের বিকল্প হিসেবে এখন পর্যন্ত কাউকে পায়নি বাংলাদেশ দল। আর সেজন্যই এই ক্রিকেটারদের কেউ বিশ্রামে থাকলে কিংবা ইনজুরি ও নানাবিধ সমস্যায় খেলতে না পারলে ঘাটতি পূরণ হয় না। অথচ এখন তরুণ ক্রিকেটারদের সুযোগ-সুবিধা অনেক বেশি। এ বিষয়ে আকরাম বলেন, ‘সাকিব, তামিম, মুশফিকরা যখন এই বয়সে ছিল তখন ওদের মতোই স্ট্যান্ডার্ডে ছিল বা একটু বেশি ছিল। ওরা ঐ সময়ে একটা লক্ষ্য ঠিক করেছে যে আমরা নিজেদের ভাল মানের ক্রিকেটার হিসেবে তৈরি করব এবং ঐ পর্যায়ে ওরা উঠেও এসেছে। এখনকার ক্রিকেটারদের এই সুযোগটা দারুণ। অনেক ক্রিকেটার আছে যারা এইচপিতে সুযোগ পাচ্ছে না। যারা সুযোগ পাচ্ছে তারা এখানে এসে ভাল মানের কোচ পাচ্ছে, সুযোগ-সুবিধাও পাচ্ছে।’ এরপরও গত ১০ বছরে তামিম-মুশফিক-সাকিবের মতো একটা ভাল ব্যাটার ও নির্ভরযোগ্য কাউকে খুঁজে পায়নি বাংলাদেশ দল!
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ