By: Daily Janakantha
বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের জয়
খেলার খবর
21 Jun 2022
21 Jun 2022
Daily Janakantha
স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল)। মঙ্গলবার দিনটা আক্ষরিক অর্থেই মঙ্গলময় ছিল একবারের লীগ শিরোপাধারী রাসেল ক্রীড়া চক্রের জন্য। এদিন ঢাকায় বসুন্ধরা কিংস এ্যারেনাতে অনুষ্ঠিত ম্যাচে তারা তিনবারের লীগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাবকে ৩-১ গোলে হারায়। লীগের প্রথম পর্বে জামালের কাছে ১-০ গোলে হেরেছিল শেখ রাসেল।
হেরেও শেখ জামাল পয়েন্ট টেবিলে আগের মতোই তিনে আছে। তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট। আর জয় পেলেও ১৮ পয়েন্ট নিয়ে আগের পঞ্চদশ স্থানেই আছে রাসেল। এদিকে অনুষ্ঠিত অপর ম্যাচে সহজ জয় পেয়েছে লীগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে কিংস ২-০ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গাটা বেশ ভালভাবেই ধরে রেখেছে বসুন্ধরা। পক্ষান্তরে সমান ম্যাচে ১৯৭৭ লীগের রানার্সআপ রহমতগঞ্জের সংগ্রহ ১০ পয়েন্ট। তারা আছে দশম স্থানে (১২ দলের মধ্যে)। দীর্ঘ বিরতি শেষে মাঠে ফিরেছে বিপিএল ফুটবল। মঙ্গলবার থেকে শুরু হয় ষোড়শ রাউন্ডের খেলা। মুন্সীগঞ্জে রহমতগঞ্জের হোম ম্যাচে আধিপত্য ছিল কিংসেরই। ৩৩ মিনিটে দশ জনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। প্রতিপক্ষের একটি আক্রমণ রুখে দিতে বক্স ছেড়ে ডান প্রান্ত দিয়ে বাইরে চলে আসেন রহমতগঞ্জের গোলরক্ষক জিয়া। রেফারি লাল কার্ড দেখান তাকে। ডিফেন্ডার ওয়ালী ফয়সালকে পরিবর্তন করে গোলবারের নিচে পাঠাানো হয় গোলরক্ষক তুষারকে। একদিকে দশজনের দল অন্যদিকে নতুন মাঠে নামা গোলরক্ষক আর ফ্রি কিক। তিন এ্যাডভান্টেজ পেয়ে সুযোগ দারুণভাবে কাজে লাগায় অস্কার ব্রুজোনের বসুন্ধরা। ৩৬ মিনিটে বক্সের কাছেই ডান প্রান্ত থেকে ডামি করেন রবসন। বুদ্ধিমত্তার সঙ্গে বা পায়ের শটে রহমতগঞ্জের হিউম্যান ওয়াল টপকে বল জালে পাঠিয়ে দেন বসুন্ধরার ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা। দুই ব্রাজিলিয়ানের দারুণ দক্ষতায় ম্যাচে লিড নেয় বসুন্ধরা (১-০)। এর ঠিক দুই মিনিট পরই আরও একবার পরাস্ত হতে হয় তুষারকে। বক্সে বল পেয়ে শরীর ঘুরিয়ে ডান পায়ের চমৎকার শটে লক্ষ্যভেদ করেন রবিনহো (২-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় পায় কিংসরা। প্রথম পর্বে রহমতগঞ্জের বিপক্ষে ৩-২ গোলের ঘাম ঝড়ানো জয় পেয়েছিল বসুন্ধরা। দ্বিতীয় পর্বে প্রতিশোধের দারুণ সুযোগ পেয়েও হেরেই মাঠ ছেড়েছে পুরান ঢাকার দল রহমতগঞ্জ।
অন্যদিকে বসুন্ধরা এ্যারেনাতে অনুষ্ঠিত জামাল-রাসেল লড়াইয়ে দারুণ জয় পায় শেখ রাসেল। ম্যাচের ২৪ মিনিটে ডান প্রান্ত থেকে সতীর্থ ফুটবলার আকিনাদের বাড়িয়ে দেয়া বল পোস্টের খুব কাছে পেয়ে ডান পায়ের শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন রাসেলের ডিফেন্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস (১-০)। ৪২ মিনিটে সোলেমান কিং কানফর্মের যোগান দেয়া বলে ডান প্রান্ত থেকে বক্সে ঢুকে বল জালে পাঠান জামালের উজবেকিস্তানের ফরোয়ার্ড ওটাবেক (১-১)। ম্যাচে সমতা আসে। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে আবারও এগিয়ে যায় রাসেল। এবারও গোলের নেপথ্য কারিগর ছিলেন হেমন্ত। বা প্রান্ত থেকে বক্সে বল পাঠান এই ডিফেন্ডার। বল পেয়ে চলন্ত বলে পা চালিয়ে দেন চার্লস দিদিয়ের। বল চলে যায় শেখ জামালের জালে (২-১)। ৮৭ মিনিটে মিডফিল্ডার মান্নাফ রাব্বির গোলে ব্যবধানটা আরও বাড়িয়ে নেয় রাসেল (৩-১)। আর এই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় রাসেলের।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ