By: Daily Janakantha
মা হলেন পুতুল
সংস্কৃতি অঙ্গন
21 Jun 2022
21 Jun 2022
Daily Janakantha
সংস্কৃতি প্রতিবেদক ॥ কন্যা সন্তানের মা হলেন জনপ্রিয় গায়িকা সাজিয়া সুলতানা পুতুল। সোমবার (২০ জুন) রাতে রাজধানী একটি বেসরকারী হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সুখবরটি পুতুল নিজেই জানিয়েছেন। পুতুল তার সন্তানের নাম রেখেছেন হারমনি সৈয়দা গীতলীনা। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছে। পুতুল বলেন, সৈয়দ রেজা আলি আর আমার কন্যা সন্তানের নাম হারমনি সৈয়দা গীতলীনা। জন্মাবার কথা ছিল আরও অন্তত তিন সপ্তাহ পর, মানসিক শারীরিক আবেগিক আর মনস্তাত্ত্বিক প্রস্তুতিটুকু সেই সময়কে মাথায় রেখে। অথচ শেষ রাতে, পৃথিবীর আলো ফুটবার আগেই, টের পেতে থাকলাম অপেক্ষা করতে সে আর রাজি নয় মোটেই! পৃথিবীর আলোয় আসতে তার প্রস্তুতি আমার চেয়ে বেশি! সময়ের আগেই জন্ম নিলো আমার কন্যা গীতলীনা ! ২০২১ সালের ১৪ এপ্রিল সৈয়দ রেজা আলির সঙ্গে ঘর বাঁধেন পুতুল। তাদের সংসার আলো করে জন্ম নিল প্রথম সন্তান।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ