By: Daily Janakantha
নেপালে জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
বিদেশের খবর
21 Jun 2022
21 Jun 2022
Daily Janakantha
নেপালে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের এক বিক্ষোভে লাঠি পেটা ও কাদানে গ্যাস নিক্ষেপ করে বাধা দিয়েছে পুলিশ। কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার বিকেলে প্রধান বিরোধীদল নেপাল কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন অল নেপাল ন্যাশনাল ফ্রি স্টুডেন্ট ইউনিয়নের প্রায় ১০০ বিক্ষোভকারীকে কাঠমা-ুতে সমাবেশ করতে বাধা দেয়ার পর তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে নেপালজুড়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে আর এই প্রতিবাদ তারই একটি লক্ষণ। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়েছে ও পুলিশের একটি গাড়ি ভাংচুর করেছে, তবে কেউ আহত হয়নি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি। -ইয়াহু নিউজ
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ