By: Daily Janakantha
সম্পাদনার টেবিলে ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’
সংস্কৃতি অঙ্গন
21 Jun 2022
21 Jun 2022
Daily Janakantha
সংস্কৃতি প্রতিবেদক ॥ পদ্মা সেতু নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে গান। এবার হলো সিনেমা। বাংলার মানুষের গৌরব ও স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত ছবিটির নাম রাখা হয়েছে ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’। আলী আজাদের পরিচালনায় এরই মধ্যে শেষ হয়েছে এর শূটিং। বর্তমানে সিনেমাটি আছে সম্পাদনার টেবিলে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। পুরো চলচ্চিত্রের শূটিং হয়েছে পদ্মা সেতু এলাকায়। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন ও অলিভিয়া মাইশা। আরও আছেন রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী, শান্তা পাল। নির্মাতা আলী আজাদের ভাষ্য- পদ্মা সেতু আমাদের গর্বের সম্পদ, অহঙ্কারের নিদর্শন। এ সেতু আমাদের মর্যাদার প্রতীক, আত্মসম্মানের প্রতীক, কারও কাছে মাথা নত না করে মাথা উঁচু করার প্রতীক, সক্ষমতার প্রতীক, উন্নয়নের প্রতীক এবং সর্বোপরি আমরা পারি তা প্রমাণের প্রতীক। আমার সিনেমায় তা-ই উঠে এসেছে। আশা করছি, চলতি মাসেই এটি সেন্সরে জমা পড়বে। নির্মাণের পাশাপাশি এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্যের কাজ করেছেন আলী আজাদ।
পরিচালক আরও বলেন, পদ্মা সেতুকে নিয়ে আমারা প্রত্যয় এবং অহঙ্কারের একটি গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিকভাবে কাজটি করেছেন। দর্শকের ব্যতিক্রমধর্মী গল্পটি দেখার অনুরোধ করব। আশা করি, তারা নিরাশ হবেন না। জাফর ইকবাল সিদ্দিকী (এনডিসি) নিবেদিত ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা টকিজ। পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ