By: Daily Janakantha

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান অধ্যায় : প্রথম (প্রাণিজগতের শ্রেণিবিন্যাস)

শিক্ষা সাগর

21 Jun 2022
21 Jun 2022

Daily Janakantha

বহু নির্বাচনি প্রশ্নোত্তর :
১। কোন পর্বের প্রাণীর দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত?
ক) পরিফেরা খ) নিডারিয়া
গ) নেমাটোডা ঘ) আর্থ্রোপোডা
উত্তর: ক) পরিফেরা
২। স্কাইফা কোন পর্বের প্রাণী?
ক) নিডারিয়া খ) পরিফেরা
গ) প্লাটিহেলমিনথিস ঘ) নেমাটোডা
উত্তর: খ) পরিফেরা
৩। ঙনবষরধ কোন পর্বের প্রাণী?
ক) নিডারিয়া খ) প্লাটিহেলমিনথিস
গ) নেমাটোডা ঘ) অ্যানিলিডা
উত্তর: ক) নিডারিয়া
৪। কোনটি অহহবষরফধ পর্বের প্রাণী?
ক) প্রজাপতি খ) গোলকৃমি
গ) জোঁক ঘ) কাঁকড়া
উত্তর: গ) জোঁক
৫। প্রাণীজগতের বৃহত্তম পর্ব কোনটি?
ক) পরিফেরা খ) মলাস্কা
গ) অর্থোপোডা ঘ) কর্ডাটা
উত্তর: গ) অর্থোপোডা
৬। প্রাণীর বৈজ্ঞানিক নাম-
i) দুই পদবিশিষ্ট ii) ইংরেজী পদবিশিষ্ট
iii) ল্যাটিন পদবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৭। কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?
ক) একাইনোডার্মাটা খ) মলাস্কা
গ) অ্যানেলিঢা ঘ) নেমাটোডা
উত্তর: ক) একাইনোডার্মাটা
৮। কোন মাছের দেহ প্ল্যাকয়েড আইশ দ্বারা আবৃত?
ক) রুই খ) হাঙ্গর
গ) ইলিশ ঘ) সি-হর্স
উত্তর: খ) হাঙ্গর
৯। নিচের কোনটি কনড্রিকথিস?
ক) এসিডিয়া খ) সি-হর্স
গ) করাত মাছ ঘ) পেট্রোমাইজন
উত্তর: গ) করাত মাছ
১০। কোন মেরুদন্ডী প্রাণীটি সরীসৃপ শ্রেণিভুক্ত?
ক) দোয়েল খ) কুমির
গ) সোনাব্যাঙ ঘ) পেট্রোমাইজন
উত্তর: খ) কুমির
১১। পাখিরা উড়তে পারে কারণ-
i) বায়ুথলি আছে
ii) সামনের পা ডানায় রূপান্তরিত হয়
iii) হাড় শক্ত ও ফাঁপা
নিচের কোনটি সঠিক?
ক) iও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর :ঘ) র, রর,ররর
১২। আরশোলা কোন পর্বের প্রাণী?
ক) আর্থ্রোপোডা খ) অ্যানেলিডা
গ) নেমাটোডা ঘ) প্লাটিহেলমিনথিস
উত্তর: ক) আর্থ্রোপোডা
১৩। কোন শ্রেণির প্রাণীদের হৃদপিন্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট?
ক) হাস খ) হাঙ্গর
গ) কুমির ঘ) উট
উত্তর: ঘ) উট
১৪।কোন প্রাণীর দেহ দুটি ভ্রুনীয় কোষস্তর দ্বারা গঠিত?
ক) যকৃত কৃমি খ) জোঁক
গ) হাইড্রা ঘ) কাঁকড়া
উত্তর: গ) হাইড্রা
১৫। ‘সিটার’ সাহায্যে চলে নিচের কোন প্রাণী?
ক) হাইড্রা খ) কেঁচো
গ) শামুক ঘ) আরশোলা
উত্তর: খ) কেঁচো
১৬। নটোকর্ড থাকে কোন পর্বের প্রাণীতে?
ক) মলাস্কা খ) আর্থ্রোপোডা
গ) কর্ডাটা ঘ) একাইনোডার্মাটা
উত্তর: গ) কর্ডাটা
১৭। স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য-
i) শীতল রক্তের প্রাণী
ii) হৃৎপি- চার প্রকোষ্ঠবিশিষ্ট
iii) শিশুরা মায়ের দুধ পান করে বড় হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) iiও iii ঘ) i, ii ও iii
উত্তর : ii, iii
১৮। কোন প্রাণিটি নালি পদের সাহায্যে চলাচল করে?
ক) তারা মাছ খ) ঝিনুক
গ) কাঁকড়া ঘ) হাইড্রা
উত্তর: ক) তারা মাছ
১৯। নিচের কোনটিতে টিনয়েড আঁইশ থাকে?
ক) হাঙ্গর খ) সি-হর্স
গ) করাত মাছ ঘ) হাতুড়ি মাছ
উত্তর: খ) সি-হর্স
২০। কোন প্রাণীটির ত্বক শুষ্ক?
ক) ইলিশ খ) হাঙ্গর
গ) সাপ ঘ) কুনোব্যাঙ
উত্তর: গ) সাপ
২১। নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য-
i) এদের সিলেন্টরন বিদ্যমান
ii) এদের এক্টোডার্মে নিডোব্লাস্ট থাকে
iii) এদের দেহ একটি ভ্রুণীয় কোষ স্তর দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ক) i, ii
২২। পরিফেরা পর্বের জন্য প্রযোজ্য কোনটি?
ক) দেহে চোষক ও আংটা থাকে
খ) দেহ গহ্বর অনাবৃত
গ) দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রয্ক্তু থাকে
ঘ) সব প্রজাতিই সামুদ্রিক
উত্তর: গ) দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রয্ক্তু থাকে
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর :
প্রশ্ন : ১। তোমার চেনাজানা পাঁচটি আর্থ্রোপেডার নাম লেখো।
উত্তর : আমাদের চেনাজানা পাঁচটি আর্থ্রোপোডার নাম হলো-
র) চিংড়ি রর) মৌমাছি ররর) প্রজাপতি রা) তেলাপোকা া) উঁকুন
প্রশ্ন : ২। দ্বিপদ নামকরণ কাকে বলে?
উত্তর : গণ এবং প্রজাতিক নাম নিয়ে কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামকরণকে দ্বিপদ নামকরণ বলে।
প্রশ্ন : ৩। শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক কী?
উত্তর : শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক হলো প্রজাতি।
প্রশ্ন : ৪। মানুষের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর : মানুষের বৈজ্ঞানিক নাম হলো- Homo sapiens
প্রশ্ন : ৫। সিলোম কাকে বলে?
উত্তর : বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালি এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে।
প্রশ্ন : ৬। নিডোব্লাস্ট কী?
উত্তর : নিডারিয়া পর্বের প্রাণীদের এক্টোডার্মে অবস্থিত বৈশিষ্ট্যপূর্ন কোষই হলো নিডোব্লাস্ট যা শিকার ধরা, চলন,
আত্মরক্ষা ইত্যাদি কাজে অংশ নেয়।
প্রশ্ন : ৭। কুনোব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন?
উত্তর : কুনোব্যাঙ জীবনের প্রথম অবস্থায় পানিতে বাস করে এবং মাছের মত বিশেষ ফুলকার সাহয্যে শ্বাসকার্য
চালায়, আবার পরিণত বয়সে এরা ডাঙ্গায় বাস করে এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এই
বিশেষ্ট্যাবলি উভচর প্রাণীর সাথে মিল রয়েছে। তাই কুনোব্যাঙকে উভচর প্রাণী বলা হয়।
প্রশ্ন : ৮। স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো।
উত্তর : স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্টগুলো নিম্নরূপ-
i) এদের দেহ লোমে আবৃত থাকে
ii) পরিণত স্ত্রী প্রাণীরা সন্তান প্রসব করে
iii) এরা উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণী
vi) এদের শিশুরা মাতৃ দুগ্ধ পান করে বড় হয়।
v) এদের হৃৎপিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট।
vi) এদের চোয়ালে বিভিন্ন ধরনের দাত থাকে।
প্রশ্ন: ৯। উভচর প্রাণী কাকে বলে?
উত্তর : মেরুদ-ী প্রাণীর মধ্যে সারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে ও মাছের মতো বিশেষ ফূলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে তাদের উভচর প্রাণী বলে।
প্রশ্ন:১০। অরিয় প্রতিসম প্রাণী কাকে বলে?
উত্তর: যে সব প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিক সমান দু অংশে ভাগ করা যায় তাদেরকে অরিয় প্রতিসম প্রাণী বলে।
প্রশ্ন: ১১। শ্রেণিবিন্যাস কী?
উত্তর: বিশাল জীবজগতকে সহজ ও সুশৃঙ্খলভাবে জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিই হলো শ্রেণি বিন্যাস।
প্রশ্ন: ১২। ঝিনুক মালাস্কা পর্বের অন্তর্ভুক্ত কেন?
উত্তর: ঝিনুকের দেহ নরম। এর নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। ঝিনুক পেশীবহুল পা দিয়ে চলাফেরা করে। ঝিনুকের দৈহিক বৈশিষ্ট্য মলাস্কা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্যের অনুরূপ বিধায় ঝিনুক মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত।

The Daily Janakantha website developed by BIKIRAN.COM

Source: জনকন্ঠ

সম্পর্কিত সংবাদ
‘১৭ কর্নার থেকে গোল না পাওয়া দুঃখজনক’

‘১৭ কর্নার থেকে গোল না পাওয়া দুঃখজনক’ খেলার খবর 28 Jun 2022 28 Jun 2022 Daily Janakantha স্পোর্টস রিপোর্টার ॥ Read more

উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়ন ত্বরান্বিত করে

উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়ন ত্বরান্বিত করে প্রথম পাতা 27 Jun 2022 27 Jun 2022 Daily Janakantha বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী Read more

পদ্মা সেতুর এ্যাপ্রোচ সড়কে পেঁয়াজ ভর্তি ট্রাক উল্টে আহত ৪

পদ্মা সেতুর এ্যাপ্রোচ সড়কে পেঁয়াজ ভর্তি ট্রাক উল্টে আহত ৪ প্রথম পাতা 27 Jun 2022 27 Jun 2022 Daily Janakantha Read more

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা সাগর 28 Jun 2022 28 Jun 2022 Daily Janakantha প্রাক্তন শিক্ষক ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা Read more

পঞ্চম শ্রেণির পড়াশোনা

পঞ্চম শ্রেণির পড়াশোনা শিক্ষা সাগর 28 Jun 2022 28 Jun 2022 Daily Janakantha সহকারী শিক্ষক কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয় আদমদীঘি, Read more

’৫৭ সালের মধ্যেই পদ্মা সেতুর অর্থ উঠে আসবে

’৫৭ সালের মধ্যেই পদ্মা সেতুর অর্থ উঠে আসবে প্রথম পাতা 27 Jun 2022 27 Jun 2022 Daily Janakantha সংসদ রিপোর্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন