By: Daily Janakantha
২০০ বছরের গাছে ২০০ কাঁঠাল!
প্রথম পাতা
20 Jun 2022
20 Jun 2022
Daily Janakantha
গাছের বয়স ২০০ বছর, আর প্রতি বছরই তাতে অন্তত ২০০টি কাঁঠাল ধরে! এমনটাই দাবি ভারতের তামিলনাড়ুর পানরুটি এলাকার বাসিন্দাদের। তাদের মতে, মালিগামপাট্টু গ্রামের এই কাঁঠাল গাছটি নিজেই একটি ইতিহাস। তবে শুধু এই একটি গাছ নয়। পানরুটি এলাকায় যেদিকেই চোখ যায়, দেখা যায় সারি সারি কাঁঠাল গাছ। বাতাসে ঘুরে বেড়াচ্ছে পাকা কাঁঠালের গন্ধ। ঘরে ঘরে জমা কাঁঠালের স্তূপ, বিক্রি হচ্ছে পথে পথে। পানরুটিতে সারা বছর প্রায় ৮০০ হেক্টর জমিতে কাঁঠাল চাষ হয়। প্রতি বছর ৪৫ থেকে ৫০ হাজার মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয় সেখানে। শুধু ভারতে নয়, বিদেশেও বিখ্যাত এখানকার কাঁঠাল। মালিগামপাট্টু গ্রামের কৃষক সংগঠনের সভাপতি এস রামস্বামী জানান, তাদের গ্রামে যে ২০০ বছরের পুরনো গাছটি রয়েছে, তা তারা চার পুরুষ ধরে দেখভাল করছেন। এত বয়স হয়ে গেলেও ফলন কমেনি তার। এক মৌসুমে ২০০টি পর্যন্ত কাঁঠাল পাওয়া যায় এ গাছে। একেকটি কাঁঠালের ওজন হয় তিন থেকে ১২ কেজি। এই কাঁঠালের স্বাদও অনন্য। বাণিজ্যিকভাবেও এগিয়ে রয়েছে পানরুটির কাঁঠাল। সেখানে যত কাঁঠাল হয়, তার ৯৫ শতাংশই বিদেশে রফতানি করা হয়। সম্প্রতি পানরুটির কাঁঠালের জিআই স্বীকৃতির জন্য আবেদনও করা হয়েছে। -দ্য ওয়াল
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ