আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারপরই শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া মহারণ। মর্যাদাবান বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে মুখোমুখি হবে দুই দল। পার্থে হবে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিট শুরু হবে প্রথম টেস্ট। মাঠে নামার কয়েক ঘণ্টা আগে সংবাদ সম্মেলনে এসেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এসেই ভারতকে হুমকি দিয়ে রাখলেন ডানহাতি পেসার।সর্বশেষ দুবারই এই সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। এবার সেটি হতে দেবে না অস্ট্রেলিয়া। এক্ষেত্রে ভারতকে সমীহ জানিয়ে নিজেদের ভালো প্রস্তুতির কথা জানান অসি অধিনায়ক।কামিন্স বলেন, ‘বর্ডার-গাভাসকর ট্রফি জিততে পারাটা খুবই ভালো বিষয় হবে। ভারত ভালো দল, তবে আমরাও প্রস্তুত।’ঘরের মাঠে খেলা। এক্ষেত্রে হোম ভেন্যুর সুবিধা পাওয়ার কথা অস্ট্রেলিয়ার। তবে নিজেদের মাঠে খেলা হলে ভক্তদের প্রত্যাশাও থাকে বেশি। যে কারণে খেলোয়াড়দের উপর এক ধরণের চাপও থাকে। ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে কেমন চাপ অনুভব করছে অস্ট্রেলিয়া, এমন প্রশ্নের জবাবে কামিন্স বলেন, ‘কোনো বাড়তি চাপ নেই। তবে ঘরের মাঠে খেলাটা সবসময়ই চাপের। ভারতের অনেক প্রতিভা রয়েছে, এটা একটা ভালো চ্যালেঞ্জ হতে চলেছে।’প্রথম টেস্টে খেলবেন না ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। সদ্য পুত্র সন্তানের বাবা হওয়ায় এখনও দেশেই আছেন তিনি। পার্থে ভারতকে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ। অর্থাৎ দু’দলের অধিনায়কই পেসার।এই প্রসঙ্গে কামিন্স বলেন, ‘যখন পেসার কোনো দলের অধিনায়ক হয় তখন এটা সবসময়ই স্পেশাল। এইরকম আরও বেশি হওয়া উচিত। আগেরবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও এটা হয়েছিল। তখন টিম সাউদি অধিনায়ক ছিল।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজনৈতিক মামলায় যখনই জামিন আবেদন, তখনই শুনানি
রাজনৈতিক মামলায় যখনই জামিন আবেদন, তখনই শুনানি

রাজনৈতিক মামলায় যখনই জামিন আবেদন করা হবে তখনই শুনানি হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকার জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ Read more

‘আমি মন্দিরেও যাব, নামাজও পড়ব’, ধর্ম নিয়ে বিতর্কের জবাবে নুসরাত
‘আমি মন্দিরেও যাব, নামাজও পড়ব’, ধর্ম নিয়ে বিতর্কের জবাবে নুসরাত

কেদারনাথ আর বদ্রীনাথের সামনে দাঁড়িয়ে প্রণামের ভঙ্গিতে ছবি তুলেছিলেন নুসরাত ভারুচা। কপালে তিলক, গলায় মালা, পরনে জ্যাকেট-পুরো সাজেই যেন এক Read more

ধামইরহাটে মাদকসহ আটক ২
ধামইরহাটে মাদকসহ  আটক ২

নওগাঁর ধামইরহাটে ২৬০পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার দক্ষিণ চকযদু এলাকার রাস্তায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন