গনঅভ্যুত্থানে হামলাকারীদের বিচার এবং আহতের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আহত-নিহত পরিবারের সদস্য ও ছাত্রজনতা।বিক্ষোভ থেকে সকল অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং আহতদের সুচিকিৎসার নিশ্চিতের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ার করা হয়। এদিকে সড়ক অবরোধ করে রাখায় ঘন্টাব্যাপী শহরে তীব্র জ্যাম তৈরি হয়। তবে জরুরি সেবাদানকারী যানবাহন ছেড়ে দেয় আন্দোলনকারীরা।বিক্ষোভে বক্তব্য রাখেন, শহীদ আফনানের মা নাসিমা আক্তার, শহীদ সাব্বিরের বাবা আমির হোসেন, শহীদ শাওনের বাবা আবুল বাসার, আহত ফাহিম, ইউসুফ আলম রিপন, আবদুল মতিন, সুজন, হারুন, ইউসুফ আল মাহমুদ, সজিবসহ ছাত্র জনতা।এআই
Source: সময়ের কন্ঠস্বর