ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সজীব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।সজীব ডেমরার সারুলিয়ার শুকুরশী এলাকায় মোহাম্মদ মোস্তফার ছেলে। সে পল্টনের স্টেডিয়াম এলাকায় মোবাইল মেরামতের কাজ করতো।সজিবের বন্ধু মো. সোহেল জানান, সজিব গুলিস্তানে স্টেডিয়াম মার্কেটে একটি স্পোর্টসের দোকানে কর্মচারী। তাদেরই সজীব নামে আরেক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান ছিল বুধবার রাতে। তারা বেশ কয়েকজন বন্ধু মিলে বকশিবাজার রোকেয়া কুঞ্জে নামে কমিউনিটি সেন্টার সেই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত ২টা কিছু আগে সজিব কমিউনিটি সেন্টার থেকে বাইক নিয়ে ঘুরতে বের হয়। তার বাইকের পিছনে বসা ছিল ঈশান এবং আরেকটি বাইকে ছিল মুজাহিদ। এর কিছুক্ষণ পর জানতে পারেন, টিএসসিতে দুর্ঘটনা ঘটেছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।তিনি আরও বলেন, পরবর্তীতে জানতে পেরেছি, টিএসসি এলাকায় মুজাহিদের মোটরসাইকেলটির পেছনে ধাক্কা দেয় সজীবের মোটরসাইকেলটি। এতে দুটি মোটরসাইকেল নিয়েই ৩ জন ছিটকে পড়ে। গুরুতর আহত হয় সজীব এবং ঈশান। মোজাহিদও কিছুটা আহত হয়। পথচারীরাই তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে ঈশানকে।সজীবকে হাসপাতালে নিয়ে আসা মো. মোজাহিদ জানান, আমরা রক্তাক্ত অবস্থায় টিএসসি এলাকায় তাকে পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, ওই যুবকটি আর বেঁচে নেই।চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনে শাহবাগ থানা পুলিশ মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করেছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিনা শুল্কে বিদেশ থেকে আনা যাবে না নতুন ফোন
বিনা শুল্কে বিদেশ থেকে আনা যাবে না নতুন ফোন

এখন থেকে বিদেশফেরত যাত্রীরা বিনা শুল্কে নতুন ফোন আনতে পারবেন না। ব্যবহৃত দুইটি ফোন বিনা শুল্ক-কর পরিশোধ করে এবং একটি Read more

বিশ্বকাপের ফরম্যাট ও রান রেট নিয়ে প্রশ্ন তুললেন হ্যাজলউড
বিশ্বকাপের ফরম্যাট ও রান রেট নিয়ে প্রশ্ন তুললেন হ্যাজলউড

কিন্তু গ্রুপপর্বের কোন কিছুই সুপার এইট পর্বে যাবে না। অর্থাৎ একটি দল সবগুলো ম্যাচ জিতে, দারুণ নেট রান রেট নিয়ে Read more

রাবির সঙ্গে অন্তর্ভুক্ত হলো রাজশাহীর ৪ কলেজ
রাবির সঙ্গে অন্তর্ভুক্ত হলো রাজশাহীর ৪ কলেজ

রাজশাহী শহরের চারটি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রবাসীদের বিনিয়োগ ও সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহ্বান
প্রবাসীদের বিনিয়োগ ও সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহ্বান

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকী প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি বিদেশিদেরও এ ক্ষেত্রে উৎসাহিত করার আহ্বান করেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন