By: Daily Janakantha
আর ৪ দিন
প্রথম পাতা
19 Jun 2022
19 Jun 2022
Daily Janakantha
স্টাফ রিপোর্টার ॥ স্বপ্নের পদ্মা সেতুর জন্য অপেক্ষা আর মাত্র ৪ দিন। আগামী ২৫ জুন এই সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে এই সেতুর যেসব উপকরণ আলোচনায় এসেছে তার মধ্যে অন্যতম পদ্মা সেতুর পিলার। এতে ১২২ মিটার দৈর্ঘ্যরে পিলার ব্যবহার করা হয়েছে, যা বিশ্বে রেকর্ড। এই পিলার কিন্তু আবার এর ব্যাস দিয়েও বিশ্ব রেকর্ড করেছে। বিশ্বের আর কোন সেতুতে ৩ মিটার ব্যাসের পিলার ব্যবহার করা হয়নি। এখানেই শেষ নয়। এই পিলারের নক্সা নিয়েও হয়েছে বিস্তর আলোচনা। এই বিশাল লম্বা পিলারগুলো বসাতেও করতে হয়েছে এলাহিকা-। বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাতুড়ি দিয়ে কয়দিন কাজ করার পর ভেঙ্গে গেছে। বিশেষ অর্ডার দিয়ে বানাতে হয়েছে নতুন হাতুড়ি। সে যাক। আসা যাক পিলারের কথায়। এই পিলারগুলো আবার কিন্তু সোজা একলাই ঢুকে যায়নি নদীতলের মাটিতে।
তাহলে তো যথেষ্ট নিরাপদ হলো না। পদ্মার স্রোতের কথা মাথায় রেখে এই পিলারগুলোর সঙ্গে জুড়ে দেয়া হয়েছে আরও ছয়টি পা। কারণ, একটি পিলারের তলা থেকে যদি মাটি সরে যায় বা এই পিলারই যদি ভেঙ্গে যায়। তাই এই বাড়তি সতর্কতা। মাকড়সার যেমন আটটি পা থাকে ঠিক তেমন। এই পিলার বা পাইলগুলো খাড়াভাবে কিন্তু মাটিতে বসানো হয়নি। বাঁকা করে বসানো হয়। ফলে ১২২ মিটার লম্বা পিলার বাঁকা করে মাটিতে ঢোকালে মাটির নিচে এদের ছয়টি পা ছয়দিকে অনেক দূরে ছড়িয়ে যাবে। এই ছয়টির নিচের মাটি একসঙ্গে ধুয়ে যাওয়ার আশঙ্কাও এতে কমছে। ফলে নিরাপত্তা বেড়েছে। আর এই ফাঁপা পিলার বা পাইলগুলোর ভেতরে তো বালি ঢুকছে। প্রশ্ন হচ্ছে এতে ক্ষয় হবে না? হবে। ক্ষয়ই স্বাভাবিক। তবে এটি এমনভাবে বানানো হয়েছে যে, ১০০ বছরে এর ক্ষয় হবে ১০ মিলিমিটার। ৫০ থেকে ৬০ মিলিমিটার তখনও থাকবে। অর্থাৎ, স্টিলের পাত দিয়ে বানানো কলামগুলো তখনও পদ্মা সেতুকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। এই ক্ষয়ের মানটি পরীক্ষিত। আর বলে রাখা ভাল পদ্মা সেতুর আয়ুষ্কাল ধরা হয়েছে ১০০ বছর।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ