উপদেষ্টা পরিষদে আরও তিনজন উপদেষ্টা যুক্ত হতে যাচ্ছেন, সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। শেখ হাসিনা সরকারের পতনের তিন মাস পরে ঢাকায় একটি কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ, তবে বিকেল পর্যন্ত তাদের বড় কোন জমায়েত দেখা যায়নি। তবে, আগেই আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর ঘোষণা দিয়েছিল সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি সংগঠনের নেতারা।
Source: বিবিসি বাংলা