সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি কথায় কথায় সরকারকে টেনে নামায়। তারা (বিএনপি) আওয়ামী লীগকে ২০০৯ সাল থেকে টানা আরম্ভ করেছে। তোরা যত টানবি আমাদের ক্ষমতা তত বাড়বে। আজকে ২০২২ সালে এসেছি। আরেকবার টান দিলে আমরা ২০৫০ সালে চলে যাবো। তোরা থাক ব্যাটা।
Source: রাইজিং বিডি