খাবারে থুতু, প্রস্রাব ও নোংরা বস্তু মেশানোর অভিযোগের ক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানা ও কারাদণ্ড দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছে ভারতের দুই রাজ্য। কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি শাসিত দুই রাজ্য- উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশ চলতি মাসেই এই বিষয়ে ঘোষণাও করেছে।
উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ড জানিয়েছে এই জাতীয় ঘটনায় অভিযুক্তকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। অন্যদিকে, এই সমস্যা মোকাবিলা করতে উত্তর প্রদেশ কঠোর আইন আনতে চলেছে।
Source: বিবিসি বাংলা