তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বরগুনায় ২৫০ বেডের হাসপাতাল দিয়েছেন। সেখান ভবন নির্মাণ শেষ হয়েছে কিন্তু ডাক্তার নেই। নার্স নেই। ১০০ বেডের হাসপাতালের খাদ্যে আড়াই শ বেড়ের হাসপাতাল চলে। বরগুনায় মডেল মসজিদ নির্মাণের কাজ এগুচ্ছে না বলে সংসদকে জানান তিনি।
Source: রাইজিং বিডি