গত জুলাই ও অগাস্টে তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেয়ার পর দলটির অন্য নেতাদের অনেকেই আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছেন, কেউ ভারতে কিংবা অন্য দেশে চলে গেছেন। এছাড়া অনেকে আটক হয়ে কারাগারে আছেন। পঁচাত্তরের পনেরই অগাস্টেও চরম সংকটের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা হয়েছিলো দলটির।
Source: বিবিসি বাংলা