গাজা যুদ্ধের সূত্র ধরে গত প্রায় এক বছর ধরে ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে আন্ত:সীমান্ত লড়াই চলছে এবং এতে শত শত মানুষ মারা গেছে। নিহতদের বেশিরভাগই হেজবুল্লাহ যোদ্ধা। এছাড়া উভয় পক্ষে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
হেজবুল্লাহ বলছে তারা হামাসের সমর্থনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত এটি তারা বন্ধ করবে না।
Source: বিবিসি বাংলা