অপহরন, গুম ও ক্রসফায়ারের অভিযোগে স্বামী হত্যার বিচার চেয়ে আদালতে র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকসহ ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলী আদালতে ক্রসফায়ারে নিহত আবুল হোসেন বাবুর স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব আগামী ১৮ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন। এ মামলার অন্য আসামীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা উপ-পরিদর্শক মোজ্জাম্মেল হক ও র‌্যাবের দুই সোর্স মনিরুল ইসলাম টুলু ও মোরসালীনসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামী করা হয়। বাদীর আইনজীবি নুুরুল ইসলাম সেন্টু জানান, ২০১৮ সালে ৫ সেপ্টেম্বর একটি মামলায় হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রহনপুর বাস টার্মিনালে প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেন বাবুকে অজ্ঞাতস্থানে তুলে নিয়ে যায় র‌্যাব ও পুলিশ সদস্যরা। পরদিন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। আবুল হোসেনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনজীবি আরও বলেন, এতদিন হুমকি-ধমকি ও ভয়ে মামলা দায়ের করতে পারেনি বলে আরজিতে উল্লেখ করেছেন বাদী। এদিকে, এতদিন পর স্বামী হত্যার বিচারের জন্য আইনি ব্যবস্থা নিতে পেরে শান্তি পাচ্ছেন বলে জানিয়েছেন বাদী জুলেখা বেগম ও তার মা হাসনারা বেগম। জুলেখা বেগম জানান, তাঁর স্বামী আবুল হোসেন বাবু বিএনপির কর্মী ছিলেন। এটাই তার দোষ। অন্য কোন কিছুর সাথে সে জড়িত ছিলনা। আইন বর্হিভূত এই হত্যা কান্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকে ঝুঁকে পড়ছে তরুণরা
মাদকে ঝুঁকে পড়ছে তরুণরা

এ সময় প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি কেন্দ্রটির যাত্রা শুরু হয়। তবে ২০২৩ সালের ৮ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান Read more

ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে নৌ ও বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র
ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে নৌ ও বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র

রাজধানী সানাসহ ইয়েমেনের প্রধান কয়েকটি শহরে কিছু বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গত নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগরে অন্তত একশ জাহাজে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

ক্রিকেট ১ম নারী টি-টোয়েন্টি বাংলাদেশ-ভারত

ইসলামী ব্যাংকের সঙ্গে নগদের রেমিট্যান্স সেবা চুক্তি সই
ইসলামী ব্যাংকের সঙ্গে নগদের রেমিট্যান্স সেবা চুক্তি সই

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নগদ লিমিটেডের মধ্যে রেমিট্যান্স সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন