By: Daily Janakantha
পদ্মা সেতুকে ঘিরে পরিবহন ব্যবসায় আধুনিকতার ছোঁয়া
দেশের খবর
19 Jun 2022
19 Jun 2022
Daily Janakantha
নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ পদ্মা সেতুকে ঘিরে ঢাকা-বরিশাল মহাসড়কে দেড়শতাধিক এসি-নন এসি নতুন বাস নামানোর পরিকল্পনা হাতে নিয়েছে পরিবহন ব্যবসায়ীরা। এরই মধ্যে অধিকাংশ বাসের ফিটিং শেষে হয়েছে। চলছে রংতুলির কাজ। এ খবরে খুশি যাত্রী ও চালকরা। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যবসায় আধুনিক সেবা দিতে প্রথম ধাপে নতুন করে বিনিয়োগ করা হবে অন্তত একশো’ কোটি টাকা।
পরিবহন ব্যবসায়ীরা জানান, আগামী ২৫ জনু চালু হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। ভাগ্য বদলের অপেক্ষায় দক্ষিন পশ্চিমাঞ্চলের মানুষ। সড়ক-মহ্াসড়ক দিয়ে বিরতিহীনভাবে স্বল্প সময়ে সরাসরি রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারবেন দক্ষিনাঞ্চলবাসী। যাত্রীদের সুবিধার্থে মাদারীপুর জেলা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে নামবে অন্তত দেড় শতাধিক এসি-নন এসি আধুনিক বাস। এরই মধ্যে নামীদামী কোম্পানীর বাসগুলো বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে এসে পৌঁছেছে। এতে শ্রমিকরা দম ফেলার সুযোগ পাচ্ছে না বাসগুলো ফিটিং করতে। শহরের ১২টি কারখানায় দিনরাত কাজ করছেন তারা। শ্রমিকদের প্রত্যাশা সেতু উদ্বোধনের আগেই যাত্রীসেবার জন্য প্রস্তুত হবে বাসগুলো। বাসগুলো সড়ক দিয়ে যাতায়াত করলে যাত্রা আরামদায়ক হবে বলে মনে করছেন যাত্রীরা। আর চালকরা বলছেন, একাধিক ট্রিপ হলে বাড়বে আয়। যাত্রীদের আধুনিক ও মানসম্মত সেবা দিতে পারলে ব্যবসায়ের মোড় ঘুরে যাবে বলে জানান পরিবহন ব্যবসায়ী ও বাস মালিক সমিতির নেতারা।
মাদারীপুর থেকে ঢাকাগামী যাত্রী নুসরাত জাহান বলেন, “মাদারীপুর থেকে হাইওয়ে এক্সপ্রেস দিয়ে রাজধানী ঢাকার দুরত্ব ১১০ কিলোমিটার। এইপথে ঘাটে ঘন্টার পর ঘন্টা ভোগান্তি হতো। এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে পদ্মা সেতু চালুর ফলে। এজন্য পরিবহনে আধুনিক সেবা পেলে যাত্রা আরামদায়ক হবে।”
সার্বিক পরিবহনের প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান বাবু জানান, “পদ্মা সেতু চালু হলে সড়কে কোন ভোগান্তি থাকবে না। যাত্রীদের আরামদায়ক সেবা দিতে সড়কে আধুনিক এসি ও নন এসি বাস নামাবে সার্বিক পরিবহন। বেশকিছু বাস তৈরীও হয়েছে। এছাড়া অন্য বাসগুলোর শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে।”
চন্দ্রা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক নাহিদুজ্জামান অমিত ভূইয়া জানান, “মাদারীপুর থেকে ঢাকা সড়ক পথে কোন এসি বাস নেই। তাই যাত্রীদের সুবিধার্থে এসি বাস নামানোর পরিকল্পনা হাতে নিয়ে বাস্তবায়ন চলছে। এতে যাত্রীরা মানসম্মত সেবা পাবে।”
মাদারীপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার জানান, “জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি শুধু বাংলাবাজার (কাঁঠালবাড়ি) ফেরিঘাট পর্যন্ত সেবা দিতো। এখন পদ্মা সেতু পাড়ি দিয়ে রাজধানী ঢাকাতেও চলাচলের সিন্ধান্ত নেয়া হয়েছে। এতে বাড়বে আয়ও। পরিবহন খাতে আসবে আধুনিকতার ছোঁয়া।”
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ