কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানাতে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ ডাকা ‘নবান্ন অভিযান’কে ঘিরে মঙ্গলবার কার্যত রণক্ষেত্রের চেহারা দেখা গেল কলকাতা ও হাওড়ার বিভিন্ন অংশে। নবান্ন অভিযানে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় খণ্ডযুদ্ধ বাঁধে। এই ঘটনায় দু’পক্ষই আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত তরুণী চিকিৎসকের জন্য ন্যায়বিচার চেয়ে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আহ্বায়করা।
Source: বিবিসি বাংলা