সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। শনিবার প্যারিসের উত্তরে অবস্থিত লো বুজে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। রুশ বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী ধনকুবেরকে টেলিগ্রাম অ্যাপ সম্পর্কিত একটি অপরাধে জড়িত থাকার ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে বলে জানা যাচ্ছে।
Source: বিবিসি বাংলা