লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে পানিবন্দি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে সমাজসেবক ও ব্যবসায়ী হালিম কোম্পানি উদ্যোগে প্রায় দেড় শতাধিক পরিবারে এ চাল বিতরণ করা হয়। কুশাখালী ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায় চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ব্যবসায়ী ও বিএনপি নেতা মফিজ উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন- কুশাখালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার, সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মাঝি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির আহাম্মেদ, সাধারণ ওসমান মির্জা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান প্রমুখ।ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম বলেন, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নির্দেশনায় কুশাখালিতে চাল বিতরণ করা হয়েছে। হালিম কোম্পানি এমন আয়োজন করেন। এইচএ
Source: সময়ের কন্ঠস্বর