নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উত্থাপন করে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ও উপাধ্যক্ষ প্রফেসর মাহিদুল হাসান। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পদত্যাগ করেন তাঁরা। পদত্যাগপত্রে তিনি লিখেন, ‘আমি অধ্যক্ষ ও আমি উপাধ্যক্ষ  পদ হতে পদত্যাগ করলাম।’এর আগে বেলা সাড়ে ১০টার দিকে অধ্যক্ষের কক্ষের সামনে অধ্যক্ষ নাজমুল হাসানসহ ৭ শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা ধরে অধ্যক্ষ ও উপদাক্ষসহ অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনীর একটি দল অধ্যক্ষ অন্যান্য শিক্ষকদের উদ্ধার করেন। এর আধা ঘন্টা পরে ওই দুইজন নিজ নিজ পথ থেকে পদত্যাগ করেন। এদিকে অপর পাঁচ শিক্ষক তিনদিনের মধ্যে পদত্যাগ করবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরে কলেজের অধ্যক্ষ এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ ছাড়াও ৬ শিক্ষক তারা নানা ভাবে শিক্ষার্থীদের হয়রানি করে, তাদের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করে ক্ষমতার অপব্যবহার করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীরা বলেন, কলেজের অধ্যক্ষ নিয়োগ বানিজ্য, এডিপির ফান্ড থেকে টাকা আত্মসাত, শিক্ষার্থীদের থেকে বিভিন্ন বিষয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং মাসিক বেতন এর নামে শিক্ষার্থীদের থেকে কয়েকগুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে কলেজ থেকে বহিষ্কারের হুমকি দেয়। এজন্য অধ্যক্ষসহ ৭ জন শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করেন তারা।এসএফ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালী‌তে মোটরসাইকেল চোরচক্রের এক সদস্য গ্রেফতার
বাঁশখালী‌তে মোটরসাইকেল চোরচক্রের এক সদস্য গ্রেফতার

বাঁশখালীতে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন এক চোর। সোমবার (২৪ মার্চ) সকাল ১০ টার দিকে Read more

ভারতীয় পরমাণু সংস্থার ওপর থেকে কেন বহু পুরনো ‘বিধিনিষেধ’ তুলে নিতে চায় যুক্তরাষ্ট্র
ভারতীয় পরমাণু সংস্থার ওপর থেকে কেন বহু পুরনো ‘বিধিনিষেধ’ তুলে নিতে চায় যুক্তরাষ্ট্র

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি হওয়া সত্ত্বেও তা পুরোপুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন