বাংলাদেশের তরুণ সমাজকে সহযোগিতা দিতে চায় জাতিসংঘ। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।বৃহস্পতিবার (২২ আগস্ট) অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠকের পর গোয়েন লুইস বলেন, ‘তরুণ সম্প্রদায়কে কীভাবে সহায়তা করা যায়, বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কথা হয়েছে। সমাজকল্যাণ প্রোগ্রাম নিয়ে কথা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সংস্কার নিয়ে কথা হয়েছে।’রিয়াজ হামিদুল্লাহের সঙ্গে প্রথম বৈঠক জানিয়ে গোয়েন লুইস বলেন, ‘জাতিসংঘ কান্ট্রি টিম এবং এখানে কর্মরত সব জাতিসংঘ সংস্থার প্রতিনিধি এক বা দুই সপ্তাহের মধ্যে এখানে আসবে তার (রিয়াজ হামিদুল্লাহ) সঙ্গে কথা বলতে এবং জানাতে তারা কী কাজ করছে, সরকারের অগ্রাধিকার কী এবং জাতিসংঘ কী করতে পারে, সেটি জানতে।’আমরা তথ্য-উপাত্ত এবং এসডিজি পরিসংখ্যান নিয়ে কথা বলেছি। আমরা সরকারের নতুন যে অগ্রাধিকারগুলো আছে, সেগুলোর বিষয়ে আমাদের কাছে যে সহায়তা সরকার চেয়েছে তা নিয়ে কথা বলেছি। এছাড়া আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে কথা হয়েছে। কারণ ড. ইউনূস ওই অধিবেশনে যোগ দেবেন।ছাত্র আন্দোলন নিয়ে জাতিসংঘ তদন্ত দল নিয়ে তিনি জানান যে বর্তমানে একটি প্রতিনিধিদল অবস্থান করছে। কিন্তু এটি মূল তদন্ত দল নয়। ফ্যাক্ট ফাইন্ডিং দল কতদিন কাজ করবে, সরকারের প্রত্যাশা কী এবং অন্যান্য বিষয় নিয়ে তারা আলোচনা করবে।ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পূর্ণ তদন্ত করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমানে তদন্ত দল কর্মপরিধি কতটুকু হবে, সেটির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে।’এসএফ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগেরহাটে নদীতে গোসল নেমে শিশু নিখোঁজ
বাগেরহাটে নদীতে গোসল নেমে শিশু নিখোঁজ

বাগেরহাটের রামপালে দাউদখালি নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শাওন সরকার (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

সাবেক এমপি নিজাম হাজারীর বিরুদ্ধে আরও এক হত্যা মামলা
সাবেক এমপি নিজাম হাজারীর বিরুদ্ধে আরও এক হত্যা মামলা

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহতের ঘটনায় আরও একটি মামলা হয়েছে।

পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল 
পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল 

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন।

দুই হলুদ কার্ড দেখেও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?
দুই হলুদ কার্ড দেখেও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

ফুটবলে প্রথম হলুদ কার্ড মানে একজন খেলোয়াড়কে সতর্ক করে দেয়া। দ্বিতীয়বার একই কার্ড দেখা মানে দুটো হলুদ কার্ড মিলিয়ে একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন