By: Daily Janakantha

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা বিষয় : বিজ্ঞান অধ্যায় : অষ্টম (মিশ্রণ)

শিক্ষা সাগর

18 Jun 2022
18 Jun 2022

Daily Janakantha

সঠিক উত্তর জেনে নেই :
১। মিশ্রণ কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
উত্তর : ক) ২ প্রকার
২। চিনির শরবত হচ্ছে-
ক) অসমসত্ত্ব মিশ্রণ খ) মৌলিক পদার্থ
গ) সমসত্ত্ব মিশ্রণ ঘ) যৌগিক পদার্থ
উত্তর : খ) সমসত্ত্ব মিশ্রণ
৩। দ্রবণ = ?
ক) দ্রাবক – দ্রব খ) দ্রব – দ্রাবক
গ) দ্রব + দ্রাবক ঘ) দ্রব দ্রাবক
উত্তর : গ) দ্রব + দ্রাবক
৪। দ্রবণে দ্রাবকের পরিমাণ বাড়লে দ্রবণের ঘনমাত্রা-
ক) বাড়ে খ) অপরিবর্তিত থাকে
গ) কমে ঘ) যে কোনটি হতে পারে
উত্তর : খ) কমে
৫। 25C তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা কত?
ক) ২৫ খ) ৩৬
গ) ৪৫ ঘ) ৫০
উত্তর : খ) ৩৬
৬। পানিতে ফরমালডিহাইড নামক গ্যাসের দ্রবণ কোনটি?
ক) ফসফেট খ) ফসফরাস
গ) ফরমালিন ঘ) ক্লোরিন
উত্তর : গ) ফরমালিন
৭। কোনটি তরল-তরল দ্রবণের উদাহরণ?
ক) ভিনেগার ও পানি খ) পানি ও লবণ
গ) পানি ও বালি ঘ) পানি ও তেল
উত্তর : ক) ভিনেগার ও পানি
৮। গ্লুকোজকে পানি থেকে আলাদা করা যায় কোন প্রক্রিয়ায়?
ক) বাষ্পীভবন খ) মিশ্রণ
গ) ঘনীভবন ঘ) উর্ধ্বপাতন
উত্তর : ক) বাষ্পীভবন
৯। নিচের কোনটি অজৈব যৌগ?
ক) স্পিরিট খ) এসিটিক এসিড
গ) এসিটোন ঘ) সিলিকা
উত্তর : ঘ) সিলিকা
১০। কোনটি জৈব যৌগ?
ক) ক্যালসিয়াম কার্বনেট খ) সিলিকা
গ) স্পিরিট ঘ) অক্সিজেন
উত্তর : গ) স্পিরিট
১১। ফরমালিন কী ধরনের গ্যাসের দ্রবণ?
ক) পানিতে ফরমালডিহাইড
খ) পানিতে কার্বন-ডাই-অক্সাইড
গ) পানিতে অ্যাসিটালডিহাইড
ঘ) সবগুলো
উত্তর : ক) পানিতে ফরমালডিহাইড
১২। কণার আকার কত হলে সাসপেনশন বলা যাবে?
ক) ১ ন্যানো মিটার খ) ৫০০ ন্যানোমিটার
গ) ১০০ ন্যানো মিটার ঘ) ১ মাইক্রোমিটার
উত্তর : ঘ) ১ মাইক্রোমিটার
১৩। দ্রবণে থাকে-
i) দ্রাব ii) দ্রাবক iii) দ্রব্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ক) i ও ii
১৪। কোন পদার্থ দাহ্য?
ক) অজৈব পদার্থ খ) জৈব পদার্থ
গ) ধাতব পদার্থ ঘ) গরম পদার্থ
উত্তর : গ) জৈব পদার্থ
১৫। অসম্পৃক্ত দ্রবণে দ্রাবকের চেয়ে কম দ্রবীভূত থাকে-
র) দ্রাব রর) দ্রাবক ররর) দ্রবণ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও iii ঘ) i,ii ও iii
উত্তর : ক) র
১৬। তুঁতের বর্ণ কেমন?
ক) হলুদ খ) সাদা
গ) নীল ঘ) সবুজ
উত্তর : গ) নীল
১৭। কোনটি কলয়েড ?
ক) দুধ খ) শরবত
গ) চিনির দ্রবণ ঘ) লবণের দ্রবণ
উত্তর : ক) দুধ
১৮। কোনটি স্ফটিক পদার্থ?
ক) বালি খ) মিছরি
গ) নাইট্রোজেন ঘ) অক্সিজেন
উত্তর : খ) মিছরি
১৯। নিচের কোনটি দ্রব্য?
ক) ইথার খ) পানি
গ) এসিটোন ঘ) চিনি
উত্তর : ঘ) চিনি
২০। পানি কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে?
ক) ১৫০০ সে খ) ১৪০০ সে
গ) ১২০০ সে ঘ) ১০০০ সে
উত্তর : ঘ) ১০০০ সে
বড় প্রশ্নগুলোর উত্তর জেনে নেই:
১। দ্রবণ কাকে বলে? দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য কী?
উত্তর: যে সকল মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বন্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি সহজে আলাদা করা যায় না। তাদেরকে দ্রবণ বলে।
দ্রবণ ও মিশ্রণের মধ্যে মুল পার্থক্য হলো দ্রবণের উপাদানগুলোকে পরস্পরের কাছ থেকে সহজেই আলাদা করা যায় না। অপরদিকে মিশ্রণের উপাদানগুলোকে পরস্পর থেকে সহজেই আলাদা করা যায়।
২। দ্রবনীয়তা বলতে কী বুঝায়?
উত্তর: কোনো নির্দিষ্ট তাপমাত্রায় ১০০ গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রবের প্রয়োজন হয় তাকেই ঐ দ্রাবকে ঐ দ্রব্যের দ্রবনীয়তা বলে। পরীক্ষা করে দেখা গেছে যে, ২৫ সেলসিয়াস তাপমাত্রায় ১০০০ গ্রাম পানি সর্বোচ্চ ৩৬ গ্রাম লবণে দ্রবীভূত করতে পারে। অর্থাৎ এ তাপমাত্রায় পানিতে লবণের দ্রবনীয়তা হলো ৩৬. আবার ২৫ সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবনীয়তা হলো ২১১.৪। অর্থাৎ ও তাপমাত্রায় ১০০ গ্রাম পানি সর্বোচ্চ ২১১.৪ গ্রাম চিনি দ্রবীভূত করতে পারে।
৩। তরল-গ্যাস দ্রবণ বলতে কী বুঝ? উদাহরণসহ ব্যাখ্যা কর।
উত্তর: যে দ্রবণে দ্রাবক হলো তরল পদার্থ আর দ্রব হলো গ্যাসীয় পদার্থ তাকে তরল-গ্যাস দ্রবণ বরে। যেমন কোমল পানীয়গুলো তরল-গ্যাস দ্রবণের উদাহরণ। কারণ পানীয়ের সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে, যা আমরা পানীয় বোতলের মুখ খুলতে দেখতে পাই। এখানে পানীয় হলো দ্রাবক এবং কার্বন- ডাই-অক্সাইড দ্রব। তাই কোমল পানীয় তরল-গ্যাস দ্রবণের উৎকৃষ্ট উদাহরণ।
৪। সাসপেনসন কাকে বলে?
উত্তর: যে মিশ্রণ রেখে দিলে এর উপাদান সমূহ আংশিক হয়ে যায় তাকে সাসপেনসন বলে। যেমন কাদা মাটির গুঁড়া পানিতে যোগ করে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রেখে দিলে মাটির কণাগুলো পানিতে পাত্রের তলায় জমা হয়, তবে হাল্কা মাটির কণাগুলো পানিতে ভাসমান অবস্থায় থাকে। এটি সাসপেনসনের উত্তম উদাহরণ।
৫। দ্রবণীয়তা বলতে কী বুঝায়?
উত্তর: কোনো নির্দিষ্ট তাপমাত্রায় ১০০ গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রবের প্রয়োজন হয় তাকেই ঐ দ্রাবকে ঐ দ্রবের দ্রবনীয়তা বলে।
পরীক্ষা করে দেখ গেছে যে, ২৫ সেলসিয়াস তাপমাত্রায় ১০০ গ্রাম পানি সর্বোচ্চ ৩৬ গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে। অর্থাৎ এ তাপামাত্রায় পানিতে লবণের দ্রবনীয়তা হলো ৩৬। আবার ২৫ সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবনীয়তা হলো ২১১.৪। অর্থ্যাৎ এ তাপমাত্রায় ১০০ গ্রাম পানি সর্বোচ্চ ২১১.৪ গ্রাম চিনি দ্রবীভূত করতে পারে।
৬। তরল-গ্যাস দ্রবণ বলতে কী বুঝ?
উত্তর: যে দ্রবণে দ্রাবক হলো তরল পদার্থ আর দ্রব হলো গ্যাসীয় পদার্থ তাকে তরল-গ্যাস দবণ বলে। যেমন কোমল পানীয়গুলো তরল -গ্যাস দ্রবণের উদাহরণ। কারণ পানীয়ের সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে, আমরা পানীয় বোতলের মুখ খুললে দেখতে পাই।
এখানে পানীয় হলো দ্রাবক এবং কার্বন ডাই অক্সাইড দ্রব। তাই কোমল পানীয় তরল-গ্যস দ্রবণের উৎকৃষ্ট উদাহরণ।

The Daily Janakantha website developed by BIKIRAN.COM

Source: জনকন্ঠ

সম্পর্কিত সংবাদ
দুর্যোগ মোকাবেলার সক্ষমতা নিয়ে তৈরি পদ্মা সেতু

দুর্যোগ মোকাবেলার সক্ষমতা নিয়ে তৈরি পদ্মা সেতু উপ-সম্পাদকীয় 25 Jun 2022 25 Jun 2022 Daily Janakantha সবধরনের আন্তর্জাতিক নিয়মকানুন ও Read more

খুলল পদ্মার দ্বার, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলল পদ্মার দ্বার, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় 25 Jun 2022 25 Jun 2022 Daily Janakantha অনলাইন ডেস্ক ॥ স্বপ্ন পুরণের Read more

নকশীকাঁথার গানে পদ্মা সেতু

নকশীকাঁথার গানে পদ্মা সেতু সংস্কৃতি অঙ্গন 25 Jun 2022 25 Jun 2022 Daily Janakantha সংস্কৃতি প্রতিবেদক ॥ স্বপ্নের পদ্মা সেতু Read more

আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘ছিটমহল’

আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘ছিটমহল’ সংস্কৃতি অঙ্গন 25 Jun 2022 25 Jun 2022 Daily Janakantha সংস্কৃতি ডেস্ক ॥ উপমহাদেশের ৬৮ বছরের Read more

পদ্মা সেতু উদ্বোধনে দেশবাসীর উচ্ছ্বাস

পদ্মা সেতু উদ্বোধনে দেশবাসীর উচ্ছ্বাস দেশের খবর 25 Jun 2022 25 Jun 2022 Daily Janakantha জনকণ্ঠ ডেস্ক ॥ স্বপ্নের ‘পদ্মা Read more

স্বগর্বে ফিরলেন সেই আবুল হোসেন

স্বগর্বে ফিরলেন সেই আবুল হোসেন জাতীয় 25 Jun 2022 25 Jun 2022 Daily Janakantha অনলাইন ডেস্ক ॥ পদ্মা সেতুর উদ্বোধন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন