প্রশ্ন উঠছে, শেখ হাসিনা কি নিয়মিত ভিসায় ভারতে আছেন? না কি তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন? না কি ভারতে তাকে কোনও ধরনের গৃহবন্দি বা অন্তরীণ অবস্থায় (ডিটেনশনে) রাখা হয়েছে? কিন্তু এ সব প্রশ্নের জবাবে এখনও পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব!
Source: বিবিসি বাংলা