স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠার পর কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মোহাম্মদ সেলিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৮ আগস্ট) দুপুরে ঝাউতলা এলাকার আল-হেরা নামের হোটেলটির তৃতীয় তলার ৩২৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।নিহত মোহাম্মদ সেলিম ঈদগাঁও উপজেলার সাতঘটিয়াপাড়ার ইউসুফ আলীর ছেলে। তার স্ত্রীর নাম কামরুন নাহার।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শনিবার দুপুরে কোমর ব্যথাজনিত কারণে ডাক্তার দেখানোর কথা বলে বের হন তার স্বামী। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। স্বামীর ফোনে রবিবার দুপুরে ফোন করলে পুলিশ ফোনটি রিসিভ করে মৃত্যুর বিষয়টি জানায়। কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এসে স্বামীর পরিচয় শনাক্ত করেন তিনি। তাদের সংসারে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।ওসি মো. রকিবুজ্জামান জানান, শনিবার এক নারীকে নিজের স্ত্রী পরিচয়ে হোটেলের ৩২৫ নম্বর কক্ষে উঠেন সেলিম। এরপর বরিবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ রুম পরিষ্কার করতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ‍পুলিশ মরদেহটি উদ্ধার করে। সঙ্গে আসা নারী পালাতক রয়েছে। হোটেল কর্তৃপক্ষের কাছে এই ব্যক্তির নাম ছাড়া আর কোনো তথ্য পাওয়া যায়নি। পরে এই ব্যক্তির ফোনে আসা একটি কলের সূত্র ধরেই পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং জানা গেছে নারীটি তার স্ত্রীও ছিল না।তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।ওসি বলেন, ইতিমধ্যে হোটেলের সিসিটিভির ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চরে ভেসে এলো ৩২ ফুট লম্বা মৃত তিমি
চরে ভেসে এলো ৩২ ফুট লম্বা মৃত তিমি

বরগুনায় সংরক্ষিত বনাঞ্চলের চরে একটি তিমির মৃতদেহ পাওয়া গেছে।

১৫৬ উপজেলায় ভোট গ্রহণ চলছে
১৫৬ উপজেলায় ভোট গ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। Read more

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু
কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু

কার্প জাতীয় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন